স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচ পর্যন্ত কথার লড়াই গড়িয়েছে বেশ খানিকটা। স্কটিশ কোচ তো বাংলাদেশকে রেখেছে পাপুয়া নিউগিনি আর ওমানের মত দলের কাতারেই! তবে এসবকিছু ছাপিয়ে টাইগারদের জবাবটা যে দিতে হবে বাইশ গজেই তা আর বলার অপেক্ষা রাখে না।
টি-টোয়েন্টি ফরম্যাটে কিছুটা শক্তিশালী দল স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে সেটা দেখে নেয়া যাক।
মূল পর্বের আগে টাইগাররা খেলেছে মোট ৩টি প্রস্তুতি ম্যাচ। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে একাই লড়াই করেছিলেন সৌম্য সরকার। গত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে মিরপুরের স্লো উইকেটে সুবিধা করতে না পারলেও ওমান ও আরব আমিরাতের কন্ডিশনে সৌম্য তার সামর্থ্যের প্রমান দিয়েছেন। সেই সাথে নাইম শেখের ধীরগতির ব্যাটিংয়ের জন্যই লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
তিন নম্বরে সাকিব আল হাসানকে দেখা গেলে পরের পজিশনটা থাকতে পারে মুশফিকুর রহিমের জন্য পাকা। এছাড়া টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে পাঁচ নম্বর পজিশনে।
উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুব এই দুই ব্যাটসম্যানের কাছে থাকতে পারে ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্ব। ফলে ছয় ও সাত নম্বরে হয়তো তাদের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা মিলতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের। কেননা দলে একজন বোলারের সাথে ব্যাটসম্যানের দায়িত্বটাও পালন করতে পারেন সাইফুদ্দিন। এছাড়া পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের সাথে কন্ডিশন বিবেচনায় একাদশে জায়গা মিলতে পারে শরিফুল ইসলামেরও।
স্পিন বোলিং বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যেতে পারে শেখ মেহেদি হাসানকে। তবে মেহেদির বিকল্প ভাবলে টিম ম্যানেজমেন্ট হয়তো একাদশে ঠাই করে দিতে পারে নাসুম আহমেদকে।
এক নজরে দেখে নেয়া যাক স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান/নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে।