ক্রিকেট বিশ্বকাপ

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ‘গ্রুপ-বি’ এর দুই দল বাংলাদেশ ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ দল হেরেছিল তাদের বিপক্ষে। তাই আজকের ম্যাচে জিততে পারলে ইতিহাস নতুন করে লেখতে পারবে টাইগাররা। বিশ্বকাপের এই ম্যাচে টাইগাররা জয় তুলে নিতে পারলে পরের রাউন্ডের পথেও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সামনে।স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টাইগাররা দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেললেও সেখানে একটিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এছাড়া আইপিএল নিয়ে ব্যস্ত থাকার কারনে দলের সাথে আগেভাগে যোগ দিতে পারেননি সাকিব আল হাসানও। তবে মূল পর্বের ম্যাচে সাকিব-মুস্তাফিজ যোগ দেয়ায় টাইগারদের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

এছাড়া দুই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তবে পিঠের ব্যথার কারনে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নিলেও প্রথম ম্যাচেই অধিনায়ক রিয়াদও রয়েছেন দলে। তাই স্কটিশদের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে প্রত্যয়ী টাইগাররা।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে কথার লড়াইয়ে বেশ এগিয়ে ছিল স্কটল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে যেকোনো মূল্যে জয় চায় তারাও। বাংলাদেশের বিপক্ষে এর আগে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচে না হারা স্কটল্যান্ড সেই ধারা ধরে রেখেই এগিয়ে যেতে চাইবে আজকের ম্যাচেও। তবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর অবশ্যই কম রানের মধ্যেই বেধে রাখতে হবে স্কটিশদেরকে।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ ও স্কটল্যান্ডের একাদশ

বাংলাদেশ একাদশঃ লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

স্কটল্যান্ড একাদশঃ জর্জ মুনসি, কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিয়ড, ক্রেইগ ওয়ালেস, মিচেল লিয়াস্ক, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, জশ ডেভি, ব্রেডলি হোয়েল, ক্রিস গ্রেয়াভস।

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button