ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

সৌম্য-ফ্লেচারদের ব্যাটিংয়ের সমালোচনায় মুশফিক

এবার নিজ দলের ব্যাটসম্যানদের সমালোচনা করলেন মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ৬ রানের ব্যবধানে ম্যাচ হারের পর দলের টপ অর্ডার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মুশফিক।

টি-টোয়েন্টি ক্রিকেট যেখানে ধুমধারাক্কা চার-ছক্কার খেলা সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে বিপিএলের ১৪তম ম্যাচে খুলনার ব্যাটিংয়ের সময়। এদিন বরিশালের বেধে দেয়া ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে কচ্ছপ গতিতে ব্যাটিং করতে থাকেন খুলনার দুই ওপেনার সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচার।

২২ বল মোকাবেলায় মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। একই অবস্থা ছিল ফ্লেচারেরও। ২৩ বলে এই ব্যাটসম্যান করেন মাত্র ১২ রান। তিন নম্বরে নামা রনি তালুকদারও ১২ ভলে খেলেছেন মাত্র ৬ রানের ইনিংস। সব মিলিয়ে দলটিও ১০ ওভার শেষে মাত্র ৩৫ রানেই হারায় ৪ উইকেট। যদিও শেষের দিকে মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি মিলে দলকে একদম জয়ের কাছে পর্যন্ত নিয়ে গিয়েছিল। যার দরুন খুলনা ম্যাচ হারে মাত্র ৬ রানে।

এদিকে দলের টপ অর্ডারের এমন ব্যর্থতার পর এর সমালোচনা করেছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। টপ অর্ডারের ব্যাটিং নিয়ে আক্ষেপ প্রকাশ করে মুশফিক বলেন, ‘’আমি জানি না টপ অর্ডার ব্যাটারদের কী হয়েছে। উইকেটে তো আর অশরীরী ছিল না। আমরা প্রথম ৮-১০ ওভারেই ম্যাচ হেরেছি। বোলাররা দারুণ ছিল। খালেদ দারুণ বোলিং করেছে। এই রান তাড়া করার মতোই। আমরা শেষ দুই ম্যাচে অনেক সুযোগ হাতছাড়া করেছি।‘’

বরিশালের কঠিন বোলিং ইউনিটের সামনে ব্যাট হাতে অবশ্যই পরিকল্পনা করে মাঠে নামা উচিৎ জানিয়ে মুশফিক আরও বলেন, ‘’সাকিব আর মুজিবের বিপক্ষে যখন খেলবেন, তখন পরিকল্পনা মাফিক খেলা উচিত। হয়তো আপনি রান করবেন, নয়তো আউট হবেন। আপনি ২০-৩০ বল খেলে আউট হতে পারেন না বা রান না করে ফিরতে পারেন না। তারা (বরিশাল) অবশ্য দারুণ বোলিং করেছে। ইয়াসির পুরো বিপিএলে দারুণ ব্যাটিং করছে। আশা করি আমরা পরের ম্যাচে জিতব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button