আন্তর্জাতিকআন্তর্জাতিক ক্রিকেট

‘সেই পাঁচটি ছক্কা আমার জীবনকে বদলে দিয়েছে’

সম্প্রতি ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেললেও তার নামটা প্রায় সকলের কাছেই খুব পরিচিত। এখন পর্যন্ত ভারতের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা না হলেও তিনি দর্শকদের নজর কেড়েছিলেন মূলত আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক ম্যাচ জেতানোর মাধ্যমে।

লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা রিঙ্কু সিং সবার আলোচনায় এসেছিলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে পাঁচ ছক্কা হাকিয়ে দলকে ম্যাচ জিতিয়ে। শেষ ওভারে যখন তার দল কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান, তিনি পাঁচ ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অবিশ্বাস্য ভাবে। আইপিএলের এই মৌসুমে ১৩ ম্যাচে ৩৬.৪৬ গড়ে ৪৭৪ রান করলেও মূলত জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিটা জোরদার করেন ওই ইনিংসের মাধ্যমেই। জাতীয় দলে সুযোগ পেয়ে এই কথা অকপটে স্বীকারও করেছেন হার্ড হিটার এই ব্যাটসম্যান।

তিনি বলেন, ‘সেই পাঁচটি ছক্কা আমার জীবনকে বদলে দিয়েছে। মানুষ আমাকে সেই মুহূর্তটির জন্য মনে রেখেছে। তারা যখন আমার নাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং তারা আমাকে যে ভালবাসা দিয়েছিল তখন আমি দারুণ অনুভব করছিলাম।’

রিঙ্কু আরও জানান তিনি ব্যাট হাতে দলের হয়ে শেষ অবধি ব্যাট করার পরিকল্পনা নিয়েই মাঠে নামেন। তিনি যোগ করেন, ‘আমি উদ্বোধনী ম্যাচে (প্রথম টি-টোয়েন্টি) ব্যাট করার জন্য আমার তর সইছিল না। কিন্তু এটা ভালো যে (বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে) আমরা ম্যাচ জিতেছিলাম। আমি সবসময় শেষ অবধি ব্যাট করার চেষ্টা করি, যেমনটা আমি আইপিএলে করি। আমি শেষ দুই-তিন ওভারে শট নিতে যাচ্ছিলাম। পরিকল্পনা ছিল শান্ত থাকা এবং নির্ভার থাকা। আমি এটাই করছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button