আন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট ফ্যাক্ট

সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করে শাস্তি পেয়েছিলেন যে ৫ ক্রিকেটার

সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে আম জনতা থেকে শুরু করে সেলিব্রেটি কিংবা ক্রিকেটার সবার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোতে ক্রিকেটারদের ফলোয়ারের সংখ্যাও লক্ষ লক্ষ বা কোটি পর্যন্ত।

ক্রিকেটাররা খেলার নানা ধরনের পোস্ট করা সহ ব্যক্তিগত জীবনেরও অনেক কিছুই শেয়ার করে থাকেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এবার জানাবো সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের এমন ৫টি বিতর্কিত পোস্টের খবর যার কারনে তাদেরকে শাস্তি পেতে হয়েছিল।

১। রোরি বার্নস

সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে হেরে বসে ইংল্যান্ড দল। ইংলিশ পুরুষ দলের এমন হারের পর ইংল্যান্ড নারী দলের স্পিনার অ্যালেক্স হার্টলি এক টুইট বার্তায় লেখেন, ‘’ইংল্যান্ড নারী দল আজ মাঠে নামার আগেই পুরুষ দলের খেলাটি শেষ হতে দেখে ভালো লাগলো।‘’

হার্টলির এমন খোঁচা দেয়ার পর বার্নস এক টুইটে লেখেন, ‘’নারীদের সমর্থন জানাতে কীভাবে পুরুষ দলের সবাই কীভাবে এমন বাজে পারফরম্যান্স করলো।‘’ বার্নসের এমন পোস্টকে ঘিরে বিতর্কের শুরু হলে শেষ পর্যন্ত তিনি পোস্ট ডিলিট করে দেন। এই টুইটের জন্য বার্নসকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তিরস্কার শুনতে হয়েছিল।

২। ড্যারেন ব্রাভো

২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ড্যারেন ব্রাভোকে দেশে পাঠানো হয়েছিল বিতর্কিত টুইটের কারনে। দলটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সি ক্যাটাগরিতে ড্যারেন ব্রাভোকে রাখার পর মনঃক্ষুণ্ণ হন তিনি। এক টুইট বার্তায় ব্রাভো লেখেছিলেন, ‘’গত চার বছর ধরে ব্যর্থ হয়েছেন। তারপরও আপনি পদত্যাগ করছেন না এবং এফওয়াইআই আমাকে এ গ্রেডের কোনো চুক্তিতেও নিচ্ছে না। বড় বোকা ডেভ ক্যামেরন।‘’

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধানকে উদ্দেশ্য করে এমন টুইট করার পর বোর্ডের পক্ষ থেকে তাকে টুইট মুছে ফেলার জন্যও সময় দেয়া হয়েছিল। কিন্তু তা করেননি ব্রাভো। ফলে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই দেশে পাঠানো হয়েছিল তাকে।

৩। এমিলি স্মিথ

নারীদের বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনের উইকেটরক্ষক এমিলি স্মিথকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ১২ মাসের। ২০১৯ সালের ২ নভেম্বর তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি মুখোমুখি করেছিলেন হোবার্ট হারিকেন এবং সিডনি থান্ডারকে। তবে ততক্ষণে খারাপ আবহাওয়ার কারনে ম্যাচটি বাতিল করে দিয়েছিল কর্তৃপক্ষ। এমিলির বিরুদ্ধে ম্যাচের তথ্য ফাঁস করার অভিযোগ এনে তদন্ত করে অজি ক্রিকেট বোর্ড। কোনো জুয়ারির সাথে এমিলির যোগাযোগ থাকতে পারে সন্দেহে তদন্ত করলেও শেষ পর্যন্ত এমিলি নির্দোষ প্রমানিত হওয়ায় তার মুক্তি মিলেছিল।

৪। কেভিন পিটারসেন

২০১০ সালে ৫ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-২০ সিরিজ থেকে বাদ দেয়া হয়েছিল ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে। স্কোয়াড থেকে বাদ পরে পিটারসেন একটি বিতর্কিত টুইট করে বসেন। তিনি ওই টুইটে লেখেন, ‘’গ্রীষ্মের বাকি সময় শেষ! টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে বাদ দেয়া হল টি-২০ ফরম্যাটের ক্রিকেট থেকে, এটি এফ****আপ।‘’

এমন টুইটের পর ইংল্যান্ড দলের প্রধান নির্বাচক জানিয়েছিলেন ক্ষমা চাওয়া হোক কিংবা না হোক হেড কোচের সাথে এ ব্যাপারে কথা বলবেন তিনি। যদিও শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন পিটারসেন।

৫। সূর্যকুমার যাদব

২০১৭ সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন চেন্নাইয়ের বিপক্ষে একটি একদিনের সীমিত ফরম্যাটের লিগের জন্য দল ঘোষণা করে। যেখানে নাম রাখা হয়নি সূর্যকুমার যাদবের। মুম্বাইর সিনিয়র সিলেকশন কমিটি ১৪ সদস্যের দল ঘোষণা করলেও ১৫তম জায়গাটি ছিল খালি। আর এতেই একটি টুইট করে বসেন আইপিএলে ধারাবাহিক পারফর্ম করা সূর্যকুমার যাদব। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘’আপনি বাদ পড়েছেন? দেখে মনে হচ্ছে মুম্বাইর নির্বাচকরা জানে না যে, আপনি আইপিএলে কলকাতার চ্যাম্পিয়ন দলের সহ অধিনায়ক।‘’

এরপর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে নোটিস পাঠালে সেই নোটিসের জবাবও দেননি সূর্যকুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button