বাংলাদেশ ক্রিকেট

সাকিব যখন বাংলাদেশের হার্দিক পান্ডিয়া

বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় হার্দিক পান্ডিয়ার বিকল্প কাউকে পাওয়া বড় দুষ্কর। গতরাতে (২৮ আগস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়িয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দল জেতালেন দারুণভাবে। স্নায়ুচাপ উতরে শেষ ওভারে যেভাবে ম্যাচ বের করলেন তাতে এই অলরাউন্ডার ভাসছেন প্রশংসায়। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন সাকিব আল হাসানই টাইগারদের হার্দিক পান্ডিয়া।

বাংলাদেশ ক্রিকেটে সাকিব অপরিহার্য এক চরিত্র। তাকে ছাড়া স্কোয়াড কিংবা একাদশ সাজানো বড় মুশকিলের ব্যাপার। ছুটি কিংবা চোটে এই অলরাউন্ডারকে ছাড়া মাঠে নামতে হলে বেশ ভালো বিপাকে পড়তে হয় দলের অধিনায়ক, কোচ সহ টিম ম্যানেজমেন্টকে। একের ভেতর দুই বলতে যা বোঝায় ঠিক তাই-ই। ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে আসছেন দিনের পর দিন।

ভারতীয় হার্দিক পান্ডিয়া অবশ্য সাম্প্রতিক সময়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। আগামীকাল (৩০ আগস্ট) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। যারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রাশিদ খান, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকীদের সামনে।

তার আগে আজ (২৯ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হয়ে আসেন নব নিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। যেখানে সাকিবকে বাংলাদেশ দলের হার্দিক পান্ডিয়া হিসেবে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘অলরাউন্ডারের ভূমিকা তো টি-টোয়েন্টিতে অনস্বীকার্য। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস তো বেশি আসে না। যে দলে আছে, ব্যালান্স রাখে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার। কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলে। আমাদেরও সাকিব আছে। ৪ ওভার করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button