বাংলাদেশ ক্রিকেট

সাকিবের বদলে ওয়ানডে স্কোয়াডে তাইজুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের পাঠ চুকিয়ে টাইগারার এখন মাঠে নামার অপেক্ষায় সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। যেখানে টি-টোয়েন্টির মত সমান সংখ্যক ওয়ানডে ম্যাচও রয়েছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো থাকছে না চলমান ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে। অর্থাৎ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে কোনো ধরণের প্রভাব পড়বে না এই সিরিজের ম্যাচগুলো জয় কিংবা হারের কারণে।

এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সাকিব আল হাসান ছুটি নিতে পারেনে এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো আগে থেকেই। যদিও সাকিবের পক্ষ থেকে এতদিন কোনোকিছুই পরিষ্কার করে জানানো হয়নি। তবে এবার সাকিব ছুটি নিয়েছেন সরাসরি। ওয়ানডে সিরিজে তার সার্ভিস মিস করবে বাংলাদেশ দল।

সাকিব আল হাসানের ওয়ানডে না খেলার সিদ্ধান্তের পর অবশ্য নতুন করে কাউকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর পরিকল্পনা নেই বিসিবির। টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে যুক্ত করা হচ্ছে ওয়ানডে স্কোয়াডে।

টেস্ট সিরিজ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তাইজুল থেকে গেছেন দলের সাথেই। ফলে নতুন করে কাউকে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হয়নি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে আগামী ২ জুলাই। পরদিন অর্থাৎ ৩ জুলাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৭ জুলাই।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই। দুইদিন বিরতি দিয়ে ১৩ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং ১৬ জুলাই দুই দল মুখোমুখি হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে।

এক নজরে দেখে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের স্কোয়াড।

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button