সাকিবের ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ হেড কোচ রাসেল ডমিঙ্গোর

অলরাউন্ডার সাকিব আল হাসান কোভিড নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছেন। ১৫ই মে থেকে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যখন অনেকটাই নিশ্চিত তখন ভিন্ন কথা জানালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
দীর্ঘ সময় ধরে সাকিবের টেস্ট ফরম্যাটে না খেলা এবং কোভিড পরবর্তী ফিটনেসজনিত সমস্যায় পড়তে পারেন সাকিব এমন সন্দেহ থেকেই সাকিবের ফিটনেস টেস্টের পরই তার প্রথম টেস্ট খেলা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডমিঙ্গো।
চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা প্রসঙ্গে জানাতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘’তার ফিটনেস কেমন তা আমাদের দেখতে হবে। মাত্র করোনা থেকে সেরে উঠেছে। ইদানীং তেমন ক্রিকেটও খেলেনি। অবশ্যই সে আমাদের বড় খেলোয়াড়। কিন্তু দেখতে হবে কাল তার কী অবস্থা। গত ২-৩ সপ্তাহ ব্যাটিং-বোলিং করেনি। এটা পাঁচদিনের ক্রিকেট। গরমও আছে অনেক। বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে।‘’
শতভাগ ফিট না হলে টেস্ট ক্রিকেট খেলা অনেকটা কষ্টসাধ্য মন্তব্য করে ডমিঙ্গো যোগ করেন, ”আমার বাজেভাবে করোনা হয়েছিল। করোনা থেকে সেরে উঠলে আগের মত শক্তি থাকে না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে নয় যে ৬-৭ ওভার বল করলে হয়ে যাচ্ছে। পাঁচদিন আপনাকে খেলতে হবে। আমরা অবশ্যই তাকে চাই। সে-ই আমাদের সেরা ক্রিকেটার। তবে সে পারফর্ম করার জন্য নিজেকে নিংড়ে দিতে পারছে, দিনে অন্তত ১৫ ওভার বল করতে পারছে, শীর্ষ ছয়ের মধ্যে ব্যাট করতে পারছে এসব নিশ্চিত করতে হবে। যে কেউ পরিপূর্ণ ফিট সাকিবকে একাদশে চাইবে। ৫০-৬০ ভাগ সুস্থতা নিয়ে খেলা কঠিন।‘’
সাকিবের পরিবর্তে বিকল্প ভাবনা হিসেবে ইয়াসির আলি রাব্বির কথা জানিয়ে ডমিঙ্গো আরও বলেন, ‘’আমাদের এমন কাউকে বিবেচনা করতে হবে যে বল করতে পারে। ইয়াসির ভালো কিছু ইনিংস খেলেছে, তবে ১০-১৫ ওভার বল করতে পারবে এমন কাউকে আমাদের প্রয়োজন। মনে হয় না মুমিনুল ১০-১৫ ওভার বল করার মত আত্মবিশ্বাস রাখে। শান্ত একদিনে ৬-৭ ওভার বল করার মত নয়। যেসব দলে ৬-৭ নম্বরের ব্যাটার ১০-১৫ ওভার বল করতে পারে সেই দলটাই হল ভারসাম্যপূর্ণ। সাকিব না থাকলে সঠিক মানুষটাকে খুঁজতে হবে। সে থাকলে কাজটা সহজ হয়ে যায়। তবে তার তেমন সম্ভাবনা নেই। সাকিব না খেললে মোসাদ্দেক অবশ্যই বিবেচনায় থাকবে।‘’