ফ্র্যাঞ্চাইজি লীগ

সাকিবের অধীনে শিরোপা জিততে পারে বাংলা টাইগার্স: শ্রীশান্ত

আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে বাংলাদেশী মালিকানাধীন বাংলা টাইগার্সের আইকন ও অধিনায়ক সাকিব আল হাসান। তার উপর দারুণ আস্থা রাখছেন দলটির মেন্টর ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত।

আইপিএলে ফিক্সিংয়ের কারণে ৭ বছর নিষিদ্ধ ছিলেন শ্রীশান্থ। নিষেধাজ্ঞা শেষে ৯ বছর পর গেল বছর রঞ্জি ট্রফিতে কেরালার হয়ে মাঠে নেমেছিলেন। এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে টি-টেন লিগে।

দুবাইতে সম্প্রতি বাংলা টাইগার্সের এক অনুষ্ঠানে ভারতের সাবেক এই পেসার জানালেন সাকিবের অধীনে শিরোপাও জিততে পারে তারা।

তিনি বলেন, ‘অধিনায়ক সাকিব ও টিম ম্যানেজমেন্টের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমাদের দলের সবারই খুব ভালো অভিজ্ঞতা রয়েছে এবং দুর্দান্ত একটি টিম হয়েছে। গেল বছর বাংলা টাইগার তৃতীয় হয়েছিল লিগে। এ বছর আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের সে বিশ্বাস আছে। বিশ্বাস আছে আমাদের ভালো করার সামর্থ্যের ওপর।’

৩৯ বছর বয়সী শ্রীশান্ত ভারতের দুইটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১১ ওয়ানডে বিশ্বকাপেও গায়ে জড়ান ভারতের জার্সি।

টি-টেন লিগে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আসলে আমার যা বয়স, এই বয়সে উপদেশ দেওয়া খাটে না। আমি কেবল আমার দলকে অনুরোধ করব যে নিজেদের প্রতি বিশ্বাস রাখো। এটা আসলে বিশ্বাসের বিষয়। আমার মতো একজন খেলোয়াড়, যে কিনা কেরালার মতো একটি জায়গা থেকে উঠে এসে ভারতের মতো একটি দলের হয়ে দুই-দুইবার বিশ্বকাপ জিতেছে। এটা আমার জন্য বিরাট অনুপ্রেরণা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button