ফ্র্যাঞ্চাইজি লীগ

সাকিবদের বিদায় করা জ্যামাইকার শিরোপা জয়

যেই দলের কাছে দ্বিতীয় এলিমিনেটরে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়ে বিদায় নিয়েছিলো সাকিবের গায়ানা এমাজন ওয়ারিওর্স, সেই জ্যামাইকা তৃতীয় শিরোপা ঘরে তুলল সিপিএলের শিরোপা।

রোভমান পওয়েলের নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে মাত্র ৪টি জয় নিয়ে প্লে-অফে উঠেছিলো। তবে দ্বিতীয় এলিমিনেটরে সাকিবদের বড় ব্যাবধানে হারিয়ে ফাইনালে ওঠে দলটি। তবে ফাইনালে বার্বাডোজের সাথে ৮ উইকেটে বড় জয়ে ক্যারিবিয় প্রিমিয়ার লিগ (সিপিএল) এর শিরোপা জিতে জ্যামাইকা।

গায়ানায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান জড়ো করে বার্বাডোজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আজম খান, ৪০ বলের মোকাবেলায়। এছাড়া ২১ বলে ৩৬ রান করেন দলকে ফাইনালে তোলার আরেক নায়ক রাহকিম কর্নওয়াল। বোলিং এ ফাবিয়ান এলেন এবং নিকোলাস গর্ডন শিকার করেন ৩টি উইকেট।

শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হওয়া কেনার লুইস। এরপর শামার ব্রুকসকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং। ৩৩ বলে ৪৮ রান করে ব্রুকস বিদায় নিলে সেই জুটি ভাঙ্গে। এরপর ক্রিজে নামেন অধিনায়ক রোভমান পওয়েল। তবে বাড়তি চাপ নিতে হয়নি পওয়েলকে, ব্রেন্ডন কিং এর তান্ডবে জয়ের বন্দরে মাত্র ১৭তম ওভারেই ১৬২ রান করে পৌঁছায় জ্যামাইকা।

১৩টি চার ও ২টি ছক্কা হাঁকানো কিং ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত থেকে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ১৩ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রভম্যান পাওয়েল।

ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাবিয়ান অ্যালেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট পাওয়া রভমান পওয়েল। এছাড়াও মাত্র ১৩ ম্যাচে ৪২২ রান করে  টুর্নামেন্ট সেরার খেতাব অর্জন করেন জ্যামাইকার আরেক ক্রিকেটার আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রেন্ডন কিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button