ক্রিকেট ফ্যাক্ট

সাকিবকে শেন ওয়ার্নের সাথে তুলনা করে যা বললেন ডোনাল্ড

সাকিব আল হাসান দলে থাকা মানে ভারসাম্যের ষোলকলা পূর্ণ হওয়া তা আর বলার অপেক্ষা রাখে না। ফরম্যাট যাই হোক না কেন সাকিব দলে থকা মানে একজন পাকা ব্যাটার ও একজন পাকা বোলারের ঘাটতি পূরণ করা। তবে কতটা পূরণ করতে পারছেন সাকিব তা যেন একটু বেশিই কাছ থেকে দেখছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

টাইগারদের পেস বোলিং বিভাগে ডোনাল্ডের দায়িত্ব থাকলেও স্পিন বিভাগে সাকিব কতটা কার্যকর তা নজরে রাখছেন ডোনাল্ড। পেস বোলিং কোচের মতে সাকিবকে নতুন করে শেখানোর কিছুই নেই ক্রিকেটে। সাবেক অজি তারকা শেন ওয়ার্নের মত অভিজ্ঞ হিসেবেও আখ্যা দেন সাকিবকে।

বর্তমান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সাথে বেশ জমিয়ে কাজ করছেন সাকিব এমনটা জানিয়ে অ্যালান ডোনাল্ড বলেন, ‘’তার মত একজনকে আপনি কী শেখাতে পারেন? সে শেন ওয়ার্নের মত একজন যে কিনা অভিজ্ঞ। আমি জানি হেরাথের সাথে সে অনেক ঘনিষ্ঠ। তারা যখন একটা-দুটা কথা বলে আমার সাথে, সাকিবের স্পিন বোলিং নিয়ে কথাবার্তা শুনতে অনেক ভালো লাগে। আমি তাকে অনেক পছন্দ করি।‘’

একটা সময় দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট বিশ্বে বোলারদের ত্রাস ছিলেন। প্রতিপক্ষের বোলাররা যেন তার সামনে বল হাতে যেতেই গলা শুকিয়ে যাওয়ার মত অবস্থায় পড়ত। তবে সেই ডি ভিলিয়ার্সও জানিয়েছিলেন সাকিবের বল খেলা তার কাছে কঠিন।

সাকিবকে স্মার্ট খেলোয়াড় আখ্যা দিয়ে ডোনাল্ড যোগ করেন, ‘’আজ ডাগআউটে বসে কয়েকজনকে বলছিলাম, ডি ভিলিয়ার্সের মত ব্যাটার যখন বলে সাকিবকে খেলা কঠিন, তার মান সাকিবের বল খেলা কঠিন। সে স্মার্ট একজন খেলোয়াড়। সে খুব সূক্ষ্মভাবে তার গতির পরিবর্তন করে, সেটা আজ আবার দেখাল। আশা করি কাল সে ৫ উইকেট পাবে, পেলে ব্যাপারটা দারুণ হবে। তাকে দলে পাওয়াটা দারুণ; তার অভিজ্ঞতা, নেতৃত্ব পাওয়াটা দারুণ। এটা অমূল্য।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button