
দিনের পর দিন টানা ব্যর্থ টি-টোয়েন্টি দল। এশিয়া কাপের আগে তাই সাকিব আল হাসানকে অধিনায়ক করে নতুন স্বপ্ন বাংলাদেশের। নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন যোগ্য সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে কোনো প্রধান কোচ নেই বাংলাদেশের। শ্রীধরন শ্রীরামই অনানুষ্ঠানিকভাবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল আছে সংযুক্ত আরব আমিরাতে।
২৭ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
গতকাল (২৫ আগস্ট) প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন শ্রীরাম। এর আগে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। যে কারণে প্রতিপক্ষ হিসেবে দেখেছেন সাকিবকে।
এবার একই ড্রেসিং রুম ভাগাভাগি করবেন শ্রীরাম-সাকিব। সাকিবের চিন্তা ভাবনাকে আধুনিক বলার পাশাপাশি নিজের সাথে মিল আছে বলেও জানালেন শ্রীরাম।
তিনি বলেন, ‘সাকিবকে নেতৃত্বভার দেওয়া দারুণ সিদ্ধান্ত। আমি সাকিবকে আগে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, এই প্রথম আমি ওকে একই দলে পেলাম। আমার মনে হয় সাকিবের টি-টোয়েন্টি নিয়ে চিন্তা খুবই আধুনিক, ডায়নামিক ও যুগপোযুক্ত। ওর সঙ্গে আমার সব চিন্তা মিলে গেছে।’
‘আর যে তরুণ দলটি সে পেয়েছে তা এক কথায় অসাধারণ। ওরা সাকিবকে সম্মান করে, ওর কাছ থেকে সব কিছু জানতেও পারে। এটা সাকিবের দারুন একটা গুণ যে ওকে সবাই সম্মান করে সিনিয়র হিসেবে এবং তাকে আবার বন্ধু হিসেবেও পায়।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ মানেই বাজে দল। অন্তত পরিসংখ্যান সেটাই বলবে। কিন্তু সেসবে না গিয়ে নতুন শুরুর আশা দেখালেন শ্রীরাম। সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ সামনে এগোনোর।
তিনি যোগ করেন, ‘আমি একদম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছি। আমি পুরোনো কিছু আনছি না, এভাবে দেখছি না যে বাংলাদেশ টি-টোয়েন্টি খারাপ করে। আমার দৃষ্টিভঙ্গিটা নতুন। আমি নিজের ভাবনা ও নতুন শক্তি নিয়ে কাজ করতে চাই যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাজে লাগবে।’