ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

সহজ টার্গেট কঠিন করে জিতলো কুমিল্লা

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় ম্যাচটি শুরু হয়, টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। কুমিল্লার স্পিন বিষে নীল হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। শুরুতে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার প্রবণতা থাকলেও সময়ের সাথে সাথে থিতু হতে থাকে রানের গতি।

শেষ পর্যন্ত ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৯৬ রান। অতিরিক্ত খাতে এদিন কুমিল্লা খরচ করেছে ১৯ রান। অর্থাৎ, সিলেটের ব্যাটাররা মাত্র ৭৭ রান জড়ো করেছেন নিজেদের কৃতিত্বে।

সিলেটের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র ৩ জন। সর্বোচ্চ ২০ রান আসে ওপেনিংয়ে নামা দক্ষিণ আফ্রিকান কলিন ইনগ্রামের ব্যাট থেকে, ২১ বলের মোকাবেলায়। এছাড়া রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১২ রান করেন। এনামুল হক বিজয় ৯ বলে ৩, মোহাম্মদ মিঠুন ৭ বলে ৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ৩ রান করেন। ছিলেন সবাই আসা যাওয়ার মিছিলে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কা খেতে শুরু করে কুমিল্লাও। দলীয় ১৩ রানে ব্যক্তিগত ৭ বলে ৩ করে ফিরে যান বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা বড় নাম ডু প্লেসি। স্বদেশী ওপেনার ডেলপটমটও করতে পারেননি সুবিধা। ১৯ বলে ১৬ করে সোহাগ গাজীর বলে এলবিডাব্লিউ হয়ে যান তিনি। এরপর মুমিনুল হক এসে খেলেন ২০ বলে ১৫ রানের ইনিংস। অধিনায়ক ইমরুলকে দেখা যায় আক্রমণাত্মক ভঙ্গিতে ৪ বলে ১চার এবং ১ছক্কার মারে ১০ রান করে বোপার অসাধারণ ক্যাচে আউট হন তিনি।

১০.২ বলে আরিফুল হক আউট হওয়ার পর ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন নাহিদুল এবং কারিম জানাত। ১৩ বলে ১৮ করে তাসকিনের শিকার হন জানাত। এরপর ১৬ বলে ১৬ রানের ইনিংস খেলে নাজমুল অপুর বলে আউট হন নাহিদুল। ১৪.২ ওভারে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেষের দিকে মহিদুল ইসলাম অংকন এবং শহিদুল ইসলাম চেষ্টা করেন ধরে ধরে ম্যাচ শেষ করে আসার। তবে শহিদুল ইসলাম ১৬.৩ বলে তাড়াহুড়ো করে বড় শট খেলতে গিয়ে নাজমুল অপুর শিকার হয়ে ৮ বলে ১ রান করে ফিরে যান। ক্রিজে আসেন বোলিংয়ে ইকোনমিকাল তানভীর ইসলাম। চেষ্টা করেন নিজের উইকেট বাজিয়ে রেখে ম্যাচ শেষ করে আসার। এবং সফলও হন তারা। অংকন অপরাজিত থাকেন ১৪ বলে ৯ এবং তানভীর ৬ বলে ৩ রানে। দুজনে মিলে ছিনিয়ে আনেন কুমিল্লার জয়।

সংক্ষিপ্ত স্কোর:

টস: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেট সানরাইজার্স : ৯৬/১০ (১৯.১ ওভার) ইনগ্রাম (২০), বোপারা (১৭), গাজী (১২) মুস্তাফিজ (১৫/২), শহিদুল (১৫/১), নাহিদুল (২০/২), তানভীর (১০/১)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:, ৯৭/৮ (১৮.৪ ওভার) কারিম জানাত (১৮), নাহিদুল (১৬), ডেল্পোট (১৬) নাজমুল অপু (১৭/৩), মোসাদ্দেক হোসেন (১০/২), সোহাগ গাজী (৩০/২), তাসকিন (১৯/১)

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button