ক্রিকেট ফ্যাক্ট

শ্রীলঙ্কা সিরিজে থাকছে না জৈব সুরক্ষা বলয়

বিশ্বে কোভিড পরিস্থিতি শুরু হবার পর এর প্রভাব দেখা যায় বিশ্বের ক্রীড়াঙ্গনেও। ফুটবল, ক্রিকেট কিংবা অলিম্পিক সহ অন্যান্য সকল ক্রীড়া ক্ষেত্রেই দেখা যায় কোভিডের দাপট। তবে সেখান থেকে বেরিয়ে এসে কোভিড অবস্থা চলাকালেই ক্রিকেটারদের বায়ো বাবলে রেখে শুরু হয় মাঠের ক্রিকেট। যেখানে টিম হোটেল থেকে বের হওয়া কিংবা অনুশীলনের ক্ষেত্রেও দেখা দিয়েছিল নানা ধরণের নিষেধাজ্ঞা।

কোভিডের এই ধাক্কায় ক্রিকেটারদের বায়ো বাবলে থাকার কারনে মানসিকভাবে অবসাদে ভুগতে হয়েছে ক্রিকেটারদের সেটাও ছিল স্পষ্ট। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাওয়ার পর এয়ার বায়ো বাবল পদ্ধতি থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ক্রিকেট।

গত দক্ষিণ আফিরকা সফরে বাংলাদেশ দল সেখানে সিরিজ খেলেছিল বায়ো বাবল ছাড়াই। সেই ধারাবাহিকতা বজায় থাকবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও। বায়ো বাবলের বাধা না থাকায় ক্রিকেটাররা চাইলেই যেকোনো সময় টিম হোটেল থেকে বের হতে পারবেন। এতে কোনো বাধা থাকবে না। তবে ক্রিকেটাররা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হবার পরামর্শ দেয়া হয়েছে।

আগামীকাল (৮ মে) বাংলাদেশে পা রাখার কথা রয়েছে শ্রীলোঙ্কা দলের। এরপর সকল ক্রিকেটার ও কোচিং স্টাফদের কোভিড টেস্ট করানোর পরই টিম হোটেলে উঠে পড়বেন সবাই। বায়ো বাবল না থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকরা দেখভাল করবেন ক্রিকেটারদের। কোনো ক্রিকেটারের উপসর্গ দেখা দিলে যাতে করে দ্রুত ব্যবস্থা নেয়া যাক সেদিকেও বাড়তি নজর রাখা হবে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটি ম্যাচই থাকছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে। আগামীকাল বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা দল পা রাখার পর বিকেএসপিতে দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫ মে। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে দুই দলই পুনরায় আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবার কথা রয়েছে ২৫ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button