বাংলাদেশ ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকের এই সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী মে মাসে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ইতোমধ্যেই শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের ফরম্যাটে প্রথম টেস্ট শুরু হয়েছে আজ (৩১ মার্চ)। এরই মধ্যে এই ম্যাচ চলাকালে প্রকাশ করা হয়েছে লঙ্কানদের বিপক্ষে সিরিজের সূচিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দল নিজ দেশে ফেরার পর সাময়িক সময় বিরতি দিয়েই ঈদের পর শুরু হবে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজটি।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে নিজেদের মাটিতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায় আসবে আগামী ৮ মে। বাংলাদেশে পা রাখার পর অনুশীলন শেষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা দল।

সূচি অনুযায়ী দুই দিনের প্রস্তুতি ম্যাচ হবার কথা রয়েছে ১১ ও ১২ মে। এই ম্যাচের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচ শেষে মূল পর্বের লড়াই শুরু হবে ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ হবে। যা শেষ হবার কথা রয়েছে ১৯ মে।

সিরিজের প্রথম টেস্টের পর দুই দল পাড়ি জমাবে ঢাকায়। দ্বিতীয় টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারন করা হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ মে। যা শেষ হবার কথা রয়েছে ২৭ মে। নিজেদের মাটিতে টাইগারদের দুই ম্যাচ টেস্ট সিরিজটি থাকছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এক নজরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সূচি

৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে
১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম
১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button