
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটির সঙ্গে সিরিজ জয়কে বড় প্রাপ্তি হিসেবে না মানলেও ক্রিকেটারদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আরব-আমিরাতের সাথে এই সিরিজে দারুন খেলেছেন আফিফ-মিরাজ। সেই সাথে অধিনায়কত্বে ব্যাপক সাড়া ফেলেছেন নয়া-অধিনায়ক সোহান। দল হিসেবে ঘুরে দাঁড়াতে এই দলটাকে আরও বছর খানেক সময় দেয়ার পরামর্শ দিয়েছে বিসিবি সভাপতি।
আরব-আমিরাতের বিপক্ষে ক্রিকেটারদের ভালো খেলার প্রশংসায় তিনি বলেন, ‘ক্যাপ্টেন্সিও ভালো, উইকেটকিপিংটাও ভালো। আমি কোনো সমস্যাই দেখি না। এখন আমাদের টিমে অনেকগুলো খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। কিন্তু ওদেরকে একটু সময় দিতে হবে। আমি বলছি কি, এই যে আফিফ, আফিফ কিন্তু এখনও মুশফিক বা মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে যায়নি। আমরা যেন ভুলগুলো না করি। সোহানও ওদের কারো মতো হয়নি। এখনও অনেকদূর যেতে হবে। এদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে।’
সর্বশেষ শ্রীলঙ্কার সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে বিদায় নিয়েছিলো বাংলাদেশ। তবে সেই শ্রীলঙ্কাকেই আদর্শ মানার কথা বললেন পাপন। লঙ্কান ক্রিকেট বোর্ড এই সাফল্যের জন্য শ্রম দিয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩ বছর যার ফল এবারের এশিয়া কাপের জয়। সেভাবেই আফিফ-সোহানদের সুযোগ দিতে চায় বিসিবি।
টি-টুয়েন্টিতে উন্নতির জন্য এসেছে ব্যাপক পরিবর্তন। রিয়াদের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি উভজ্ঞ মুশফিকের বাজে পারফর্মেন্সে দল থেকে বাদ পড়া। পাশাপাশি আরেক পান্ডব সাকিবকে টি২০ এর অধিনায়কত্বের দায়িত্ব। এবার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করার সময় হয়েছে বিশ্বাস বিসিবি সভাপতির।
তিনি বলেন, ‘লিটন দাস তামিমের কাছাকাছি এখনও যায়নি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এদের পটেনশিয়াল আছে আমি মনে করি এদেরকে অন্তত একটা বছর যদি সময় দেয়া যায় এবং বারবার চেঞ্জ না করি দলের মধ্যে বাববার প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে দলের মধ্যে। এই এক্সপেরিমেন্ট বন্ধ করে একটি স্কোয়াড তৈরি করতে হবে। যেটা নাকি শ্রীলঙ্কা করেছে। চার বছর একটি নতুন টিমের ওপর কাজ করেছে ওরা। সাড়ে তিন বছর পর ওরা ফলাফল পেল।’