আন্তর্জাতিকআন্তর্জাতিক ক্রিকেটওয়ানডে বিশ্বকাপ

শিরোপা খরা খাটাতে মরিয়া ভারত!

ঘরের মাঠে ভারত বরাবরই শক্তিশালী দল। ভারতের এই দলটিতে ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিং কোনো ক্ষেত্রেই আপাত দৃষ্টিতে কোনো দুর্বলতা নেই। তবে মাঠের খেলায় তা প্রমাণ করা বড় ব্যাপার।

ভারতের ওপেনার হিসেবে আছেন দুই জন তারকা ব্যাটার, তরুণ তারকা শুবমান গিল ও অধিনায়ক রোহিত শর্মা। দুর্দান্ত সব ইনিংসে ভারতীয় ক্রিকেটের প্রিন্স খ্যাতি পেয়েছেন গিল। যদিও অসুস্থতার কারণে বিশ্বকাপের শুরু থেকে তিনি খেলতে পারছেন না, তবে গিল সুস্থ হয়ে দ্রুতই একাদশে ফিরবেন। গিল ফিরলে ভারতের ওপেনিংয়ে আর থাকবে না কোনো দুর্বলতা।

তারপর আছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কোহলিকে আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। তিনি যেকোনো ফরম্যাটে, যেকোনো সময়, যেকোনো পিচে নিজেকে সেরা প্রমাণ করতে পটু।

আর ভারতের মিডল অর্ডারের আরেক ভরসা লোকেশ রাহুল। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বকাপের আগে কয়েক মাস খেলতে পারেননি। তবে বিশ্বকাপের ঠিক আগের সিরিজেই সুস্থ হয়ে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি প্রমাণ করেছেন নিজেকে।

কোহলি-রাহুলদের সঙ্গ দেওয়ার জন্য আছেন শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব। নিজেদের এই দুই ব্যাটার একাই যথেষ্ট প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে।

অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও রবীচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল বিশ্বকাপের আগে ভালো ফর্মে ছিলেন। কিন্তু চোটের কারণে বিশ্বকাপ খেলা হবে না তার। ফলে সুযোগ পেয়েছেন অশ্বিন। অনেক দিন পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। নিয়মিত টেস্ট খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার তার অভিজ্ঞতা ওয়ানডে ফরম্যাটে কতটা কাজে লাগাতে পারেন তা দেখার বিষয়। জাদেজা ও হার্দিক ব্যাট হাতেও মারকুটে ইনিংস খেলতে পটু। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার সক্ষমতা আছে অশ্বিনেরও।

অশ্বিন ও জাদেজার পাশাপাশি ভারতের মূল স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব। পেস বোলিং বিভাগেও আছেন তারকা ক্রিকেটাররা, যার নেতৃত্বে আছেন জাসপ্রীত বুমরাহ। বুমরাহর সাথে জুটি বাঁধতে আছেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও শারদুল ঠাকুর। সিরাজ সম্প্রতি আইসিসির ওয়ানডে বোলার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

সবমিলিয়ে এবারের বিশ্বকাপে ভারতের স্কোয়াড একটি কমপ্লিট প্যাকেজ। আর সেই সাথে তো তাদের ঘরের মাঠে সুবিধা ও গ্যালারি ভর্তি দর্শকের সমর্থন আছেই!

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button