বাংলাদেশ ক্রিকেট

লিটন দাস পজিটিভ ভাবেই নিচ্ছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়াকে

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তবে সাদা দলের ক্রিকেটে দল থেকে বাদ পড়লেও লাল বলের টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে হয়নি তাকে।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি তার টেস্ট ক্রিকেটের সামর্থ্যের জানানও দিয়েছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলিং লাইনআপের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই দলের বিপক্ষে কয়েকদিন আগেই টি-টোয়েন্টিতে সু্যোগ না পেয়ে এখন টেস্টে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার পর দর্শকদের প্রশংসায় ভাসছেন লিটন।

[আরও পড়ুন: সাকিব আল হাসানের ক্যারিয়ারের ৭টি সমালোচিত ঘটনা]

“টি-টোয়েন্টি থেকে যেজন্য ব্রেক দিয়েছিল, হয়তো সেজন্যই (শতক তুলে নেওয়া) সম্ভব হয়েছে। হয়ত বা তারা চাচ্ছিল আমি টেস্টে ভালো পারফর্ম করি সেজন্য রেস্ট দিয়েছিল,” দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান লিটন দাস।

টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম শতক তুলে নেয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, “কোনো ব্যাটসম্যান যদি হানড্রেড করে, তাহলে এরচেয়ে বড় তো কিছু থাকে না পাওয়ার। ইনিংসটাকে যদি আরেকটু বড় করতে পারতাম তাহলে দলের জন্য ভালো হতো।”

তবে প্রথম ইনিংসে শতক তুলে নিলেও সামনের ইনিংসে একদম প্রথম থেকেই শুরু করতে হবে বলে মনে করেছেন লিটন দাস। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করে বলেন “সবাই চেষ্টা করে ধারাবাহিক হওয়ার জন্য। আমি কতটুকু অবদান রাখতে পারব জানিনা, তবে প্রসেস অনুসরণ করবো। যেভাবে শেষ ছয় সাতটা টেস্টে করে আসতেছি। আজকে একশ করছি দেখে পরের দিনে ব্যাট হাতে নামলেও একশ হবে তেমনটা না। টেস্ট ক্রিকেট অনেক টাফ ক্রিকেট, প্রতিদিন ‘জিরো’ থেকে শুরু করতে হয়।”

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button