আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর জরিমানার কবলে পান্ত

জরিমানার কবলে পড়েছেন মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক রিশাব পান্ত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পান্তকে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা দিল্লী ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান স্কোরবোর্ডে জমা করলে সেই বাধা টপকে যায় লক্ষ্ণৌ। কুইন্টন ডি ককের ৮০ রানে ভর করে ২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ।

নিজেদের তৃতীয় ম্যাচে লক্ষ্ণৌর কাছে হারের পর জরিমানাও গুনতে হয়েছে পান্তকে। স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে দিল্লীর অধিনায়ককে। একই ভুল দ্বিতীয়বার করলে এবারের আসরে তাকে জরিমানা গুনতে হবে দ্বিগুণ অর্থাৎ ২৪ লাখ রুপি।

দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক পান্ত যদি তৃতীয়বার স্লো ওভার রেটের অভিযোগে অভিযুক্ত হন তাহলে তাকে জরিমানা হিসেবে গুনতে হবে ৪০ লাখ রুপি। সেই সাথে এক ম্যাচে নিষেধাজ্ঞাও পাবেন তিনি।

স্লো ওভার রেটের কারণে পান্তের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে পান্তের জরিমানার ব্যাপারে নিশ্চিত করে বলা হয়েছে, ৭ এপ্রিল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ধীর ওভার রেটের কারণে দিল্লী ক্যাপিটালকে জরিমানা করা হয়েছে।

এবারের আসরে পয়েন্ট টেবিলে দিল্লী ক্যাপিটালস খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হার ও এক ম্যাচে জয় নিয়ে তারা অবস্থান করছে টেবিলের সাত নম্বরে। ইতোমধ্যে অবশ্য দলটিতে যোগ দিয়েছেন সব বিদেশি তারকারা। ফলে সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে দিল্লীর। নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আসরের হট ফেবারিট দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। কলকাতার বিপক্ষে ম্যাচে দিল্লী মাঠে নামার কথা রয়েছে আগামী ১০ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button