আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

লক্ষ্ণৌকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রাজস্থান

জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল। রাজস্থান রয়্যালস লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অলে এসেছে তারা। প্লে অফের দৌড়েও বেশ খানিকটা এগিয়ে গেছে তারা।

৬৩ ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে রয়েছে তা এবার দেখে নেয়া যাক।

পয়েন্ট টেবিলের একদম শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। এখন পর্যন্ত হাতে এক ম্যাচ থাকলেও ২০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হয়েছে গুজরাটের। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে তারা।

পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৮ ম্যাচে জয় পেয়ে তারা ১৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের দুই নম্বরে। এখনও প্লে অফ নিশ্চিত হয়নি তাদের। রাজস্থানের সমান ১৬ পয়েন্ট রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। তবে রানরেটে পিছিয়ে থাকার কারণে তাদের অবস্থান টেবিলের তিন নম্বরে।

রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের রয়েছে ১৪ পয়েন্ট। তাদের হাতে রয়েছে এখনও এক ম্যাচ। ফলে বাকি এক ম্যাচে জয় পেলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে বেঙ্গালোরের।

মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ১২ ম্যাচে দিল্লীর নামের পাশে রয়েছে ১২ পয়েন্ট। দিল্লীর সমান ১২ পয়েন্ট করে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের। ছয় নম্বরে কলকাতা ও পাঞ্জাবের অবস্থান সাত নম্বরে।

১২ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। ইতোমধ্যে প্লে অফের আগেই ছিটকে গেছে হায়দ্রাবাদ। টেবিলের নয় ও ১০ নম্বরে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত চেন্নাই ১৩ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে তাদের নামের পাশে রয়েছে ৮ পয়েন্ট। তারাও ছিটকে গেছে বেশ আগেই। তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সও ছিটকে গেছে বেশ আগেই। ১২ ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেয়েছে তিন ম্যাচে। ফলে তাদের নামের পাশে রয়েছে ৬ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button