আন্তর্জাতিক ক্রিকেট

রোহিত শর্মার সাথে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন কোহলি

রোহিত শর্মার সাথে বিরাট কোহলির দ্বন্দ্ব যেন ‘ওপেনন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। যদিও তাদের এই দ্বন্দ্ব বেশ পুরনো হিসেবেই ধরা হয়ে থাকে। নতুন করে এই দুইজনের দ্বন্দ্ব সামনে এসেছে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রোহিতকে অধিনায়ক হিসেবে নির্বাচন করার পর।

রোহিতকে অধিনায়ক করার পর নতুন করে এই দুইজনের পুরনো দ্বন্দ্ব আলোচনায় আসলে তা নিয়ে মুখ খুলেছেন কোহলি। সদ্য অধিনায়কত্ব থেকে বাদ পড়া কোহলি সরাসরি জানিয়ে দিয়েছেন রোহিতের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। সেই সাথে অধিনায়ক হিসেবেও রোহিত বেশ বিচক্ষণ ও যোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।

কোহলি বলেন, ‘’আমার আর রোহিতের মধ্যে কোনো সমস্য়া নেই। আমি বিগত দুই বছর ধরে এটা বলতে বলতে ক্লান্ত। আরও একটা বিষয় বলতে চাইআমার কোনো কার্যকলাপ বা সিদ্ধান্ত দলকে খাটো করার জন্য হবে না। আমার দায়িত্বই হচ্ছে ঠিক পথে দলকে নিয়ে যাওয়া।‘’

রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে শতভাগ সমর্থন দেয়ার কথা জানিয়ে কোহলি আরও বলেন, ‘’রোহিত অধিনায়ক হিসাবে অত্যন্ত যোগ্য। ট্যাকটিক্যাল দিক থেকেও দারুণ। রাহুল দ্রাবিড়ও এখন দলের সাথে রয়েছেন। যিনি দুর্দান্ত ম্যান ম্যানেজার। আমার শতভাগ সমর্থন থাকবে।‘’

দলের প্রতি নিজেকে নিংড়ে দেয়া কোহলির মধ্যে সবসময়ই ছিল স্পষ্ট। অধিনায়কত্ব হারালেও দলের হয়ে নিজেকে উজার করে দেয়ার প্রবনতা ধরে রাখতে চান এই ব্যাটসম্যান। কোহলির ভাষ্য, ‘’আমার মোটিভেশন একই থাকবে। সেখানে কোনো প্রভাব পড়বে না। অধিনায়ক হিসাবে অত্যন্ত সততার সঙ্গে কাজ করেছি। বলতে পারেন এটা সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে নিজের মূল্যায়ন।‘’

অধিনায়ক থাকাকালে কোহলি দলকে জেতাতে পারেনি আসিসির বড় কোনো ট্রফি। এই ব্যাটসম্যানের দাবি শিরোপা জেতাতে না পারাতেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি যোগ করেন, ‘’আমি দেশকে কোনো আইসিসি ট্রফি দিতে পারিনি, তাই হয়ত আমাকে সরানো হয়েছে। আমি বোর্ডের যুক্তিটা বুঝতে পারছি। তবে আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার কোনো কাজে বা কোনো পদক্ষেপে কখনও ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে না।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button