ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

যে ৫ জনের অধিনায়কত্বে কোনো ওয়ানডে ম্যাচ জিতেনি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক যাত্রার লম্বা এই পথ পাড়ি দেয়াটা সহজ ছিল না মোটেও। বহু কাটখড় পুড়িয়ে এই পথে আসা টাইগার ক্রিকেটের বর্তমান ওয়ানডে অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল। টাইগারদের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের নাম বর্তমানে থাকলেও এই ফরম্যাটে প্রথম অধিনায়কত্ব করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।  তৎকালীন ক্রিকেটের সাথে বর্তমান ক্রিকেটের বিস্তর একটা ফারাক যে রয়েছে তা স্পষ্ট।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে পরিসংখ্যানের হিসেব দেখলে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৪ সালে অধিনায়ত্ব পাবার পর ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের কাব্য যে লেখা হয়েছিল নড়াইল এক্সপ্রেসের হাত ধরেই। তবে সফল অধিনায়কত্বের হিসেব ছেড়ে যদি ব্যর্থ অধিনায়কের খোঁজ করা যায় তাহলে উঠে আসে ৫ জন অধিনায়কের নাম, যাদের অধীনে বাংলাদেশ দল জিততে পারেনি কোনো ওয়ানডে ম্যাচ! কারা সেই ৫ জন অধিনায়ক সেটা এবার দেখে নেয়া যাক

১। খালেদ মাহমুদ সুজন

২০০৩ সালে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছিল খালেদ মাহমুদ সুজনের হাতে। তার অধীনে বাংলাদেশ দল খেলেছিল ১৫টি ওয়ানডে ম্যাচ। যেখানে কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি বাংলদেশ দল। অধিনায়ক হিসেবে তার ম্যাচ জয়ের খাতাটা ছিল শূন্য!

২। রাজিন সালেহ

বাংলাদেশ দলে থাকাকালীন ব্যাট হাতে নিয়মিত সদস্য ছিলেন তিনি। যদিও তার ওয়ানডে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ ছিল না, ২০০৩ সালে একদিনের ফরম্যাটে অভিষেক হওয়া রাজিন সালেহ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৪ সালে সাময়িক সময়ের জন্য তার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অধীনে টাইগাররা ২টি ওয়ানডে ম্যাচে মাঠে নামলেও কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি।

৩। মিনহাজুল আবেদিন নান্নু

সাময়িক সময়ের জন্য মিনহাজুল আবেদিন নান্নুর কাছেও অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয়েছিল ২০০৪ সালে। তবে দুই ম্যাচে নান্নু কোনোটিতেই দলকে জয় এনে দিতে পারেননি। অধিনায়ক হিসেবে তাই তার জয়ের খাতাটা থেকে গেছে শূন্যই।

৪। নাইমুর রহমান দুর্জয়

বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এই ক্রিকেটারের ওয়ানডে কিংবা টেস্ট কোনো ফরম্যাটেই ৫০ রানের গণ্ডি পেরতে পারেননি। ২০০০ সালে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া দুর্জয়ের অধীনে বাংলাদেশ দল খেলেছে ৪টি ওয়ানডে ম্যাচ। যেখানো কোনো ম্যাচেই জয় এনে দিতে পারেননি তিনি।

৫। গাজী আশরাফ হোসেন লিপু

টাইগারদের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকুল্যে ৭টি ওয়ানডে ম্যাচ। এই ৭ ম্যাচেই অধিনায়কত্ব করেছিলেন লিপু। তবে তৎকালীন বাংলাদেশ দলকে এই ৭ ম্যাচের মধ্যে কোনো ম্যাচেই জয় এনে দিতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button