বিপিএল

যে কারনে দল পায়নি সাকিবের মোনার্ক লেদার

ক্রিকেটার হিসেবে সাকিব জগৎ খ্যাত। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো সাকিবের আরেক পরিচয় ব্যাবসায়ী সাকিব। তাই সাকিব প্রতিষ্ঠা করেন মোনার্ক কোম্পানি।

তবে এবার বিপিএলে দল গড়ার গুঞ্জন উঠেছিলো সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক লেদারের। ‘মোনার্ক পদ্মা’ নামে দল গড়ার জন্য প্রস্তুত ছিলেন মোনার্ক লেদার। তবে সম্প্রতি সময়ে শেয়ারবাজার কারসাজি, সাকিবের বাবার নাম জালিয়াতি মিলে সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি।

গতকাল (২৬ সেপ্টেম্বর, ২০২২ইং) বিপিএল কমিটি ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষনা করলেও সেখানে ছিলোনা সাকিবের মোনার্ক পদ্মার নাম যা রীতিমত সাড়া ফেলে ক্রিকেটসহ পুরো দেশে। বিতর্ক এড়াতেই মোনার্ক লেদারকে দল দেয়া হয়নি – বলে দাবি জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানখ সোহেল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানখ সোহেল সাকিবের পদ্মা মোনার্কের দল না পাওয়ার বিষয়ে বলেন, “বিপিএলে যখনই আমরা ফ্র্যাঞ্চাইজি দিতে যাই, তখন সরকারের একটা সংস্থার কাছে আমরা সাহায্য চাই, তারাই আমাদেরকে যাচাই-বাছাই করে যে রিপোর্টটা দেয়, তারপর আমরাও দেখি। সবকিছু মিলিয়ে আমরা ফ্র্যাঞ্চাইজির মালিকানা ঠিক করি।”

তিনি আরো বলেন, “এক্ষেত্রে কোনো জায়গা থেকে তাদের (মোনার্ক লেদার) সম্পর্কে আমরা সন্তোষজনক কোনো রিপোর্ট পাইনি। এর আগে মিডিয়াতেও তাদের নামে অনেক রিপোর্ট হয়েছিল। সবকিছু মিলে বিতর্কিত কাউকে দিয়ে আমরা এই টুর্নামেন্টকে বিতর্কিত করতে চাই না।”

সাকিবের প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজি করে দন্ডিত হয়েছেন। এখানে তাদের প্রতিষ্ঠান ছিল মোনার্ক হোল্ডিংস। এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনে সাকিবের বাবার ভুয়া নাম ব্যবহার করা হয়েছিল। যেখানে তার পার্টনার হলেন আবুল খায়ের হিরো ও তার স্ত্রী সাদিয়া হাসান। তারাই আবার মোনার্ক লেদার ইন্ডাস্ট্রিজে তার পার্টনার। তাই তাদের বিপিএলে এনে টুর্নামেন্টকে কলুষিত করতে চায়নি বিসিবি।

শেয়ারবাজার কারসাজির বিতর্কে না জড়ালে হয়তো অনেকটাই নিশ্চিত হত মোনার্ক পদ্মার বিপিএলে দল গড়ার স্বপ্ন। তবে শেয়ারবাজার বিতর্কের ফলে বিপিএলে প্রতিষ্ঠানটিকে ভিড়িয়ে সমালোচনা বা বিতর্কে না যাওয়ায় এমন সিদ্ধান্ত বিসিবির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button