বাংলাদেশ ক্রিকেট

ম্যাচ হারলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি টাইগাররা। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল গোটা বাংলাদেশ দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল বড় ব্যবধানে হারলেও সেখান থেকে ইতিবাচকতা খোঁজার চেষ্টা করছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সেই সাথে জানালেন নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় পেলেও তা পরবর্তিতে আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগবে ক্রিকেটারদের।

দ্বিতীয় ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘’আমাদের টেস্ট দল নিয়ে তো কাজের অনেক বাকি আছে। উন্নতির তো অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু করা যাবে। আপনারা জানেন, খুব কঠিন সময়ে আমি অধিনায়কত্ব পেয়েছিলাম। তখন আমি স্বপ্ন দেখতাম যে বড় দলের সাথে ম্যাচ জেতার। আমার কাছে মনে হয় যে প্রথম টেস্ট ম্যাচ জেতাটা খুবই প্রয়োজন ছিল। অন্তত সবাই বিশ্বাস করতে পারছে যে বিদেশের মাটিতে টেস্ট জেতার সামর্থ্য আছে।‘’

‘’আজ একটা টেস্ট ম্যাচ জিতলেন, পরে আরও একটা জিতলেন, পরবর্তীতে একটা সময় আসবে যে আমরা টেস্ট সিরিজ জিতব। বিশ্বাসটা দরকার ছিল সবার মধ্যে। আমার মনে হয় প্রথম টেস্ট জেতার পর বিশ্বাসটা সবার মধ্যেই আসছে।‘’

প্রথম ম্যাচে এবাদত হোসেন বল হাতে ঝলক দেখিয়েছেন বটে। দ্বিতীয় ম্যাচে এই পেসার নিজেকে মেলে ধরতে না পারলেও ব্যাট হাতে শতক হাঁকিয়ে চেষ্টা চালিয়েছিলেন লিটন দাস। এছাড়া একটি অর্ধশতকের দেখা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। ফলে কিউইদের বিপক্ষে এই সিরিজ থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে সামনের দিকে এগইয়ে যেতে চান অধিনায়ক মুমিনুল।

তিনি যোগ করেন, ‘’ইতিবাচক তো আরও রয়েছে। আমি সব সময় বলি আমরা তখনই ভালো খেলি যখন দল হিসেবে তিন বিভাগেই সেরাটা দিই। এই একটা ভালো ইতিবাচক দিক ছিল। দ্বিতীয় টেস্টের কথা বলবপ্রথম ইনিংসে তো খুব বাজে ব্যাটিং করেছি। বোলিংয়েও যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। যদিও ব্যক্তিগতভাবে ইতিবাচক দিক রয়েছে। যেমনইয়াসিরের পঞ্চাশ, সোহানের চল্লিশ ঊর্ধ্ব ইনিংস ছিল। তবে অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button