
আগামীকালেই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের আগে তিন দেশের প্রস্তুতি হিসেবে ত্রি-দেশীয় সিরিজ যেখানে খেলবে বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম বাংলাদেশ-পাকিস্তানের প্রতিদ্বন্দিতামূলক ম্যাচ দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডে হওয়া এই ত্রি-দেশীয় সিরিজ।
আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিং এর চতূর্থ অবস্থানে রয়েছে পাকিস্তান। অপরদিকে র্যাঙ্কিং এর নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের সাথে ৭ ম্যাচ সিরিজে ৪-৩ এর ক্ষুদ্র ব্যাবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। অপরদিকে শেষ সিরিজে আরব-আমিরাতের সাথে ২-০তে সিরিজ জয়ে আত্মবিশ্বাসি দল।
তবে বাংলাদেশ ও পাকিস্তান এশিয়ার কন্ডিশনে খেলে অভ্যস্ত। যার ফলে দূর দেশ নিউজিল্যান্ডের কন্ডিশন অনেকটায় অচেনা দুই এশিয়র। তাই কাউকে পিছিয়ে রাখা যায়না এই ম্যাচে। তবে র্যাঙ্ক ও শেষ সিরিজগুলোতে শক্তিশালী দলগুলোর সাথে ভালো করা পাকদের পিছিয়ে রাখা হচ্ছেনা এই ম্যাচে।
দেখে নেওয়া যাক আগামীকালকের ম্যাচ প্রেডিকশনঃ
১। পিচ রিপোর্ট
হ্যাগলি ওভালে উইকেট সাধারণত সীম এবং সুইং বোলারদের অনেক সাহায্য করে এবং ব্যাটারদের প্রাথমিক ওভারে সতর্ক থাকতে হয়। ইনিংস এগিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটিং সহজ হবে বলে আশা করা হচ্ছে এবং শিশির ফ্যাক্টর ছাড়াই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে কোন সমস্যা হবে না। তাই টসে জয়ী অধিনায়ক প্রথমে বল করবেন বলে ধরে নেওয়া যায়।
২। সম্ভাব্য একাদশ
পাকিস্তান
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (সি), শান মাসুদ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন
বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসাব (উইকেটরক্ষক), এদাবত হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
৩। সম্ভাব্য সেরা ব্যাটার
মোহাম্মদ রিজওয়ান:
গত ১২ মাস ধরে সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রাণ ভরে ফর্মে আছেন মোহাম্মদ রিজওয়ান। শীর্ষস্থানীয় টি২০ ব্যাটার হওয়ার পাশাপাশি, রিজওয়ান এই ফরম্যাটে দ্রুততম ২০০০ রান নিবন্ধনকারী খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। এই ওপেনার ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ধারাবাহিক ছিলেন যেখানে তিনি সাত ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন।
৪। সম্ভাব্য বোলার
হারিস রউফ:
এশিয়া কাপের পর থেকে হারিস রউফ পাকিস্তানের অন্যতম প্রধান স্ট্রাইক বোলার। তিনি গুরুত্বপূর্ণ সাফল্য প্রদান করতে পারেন এবং ডেথ ওভারে ব্যাটারদের শান্ত রাখতে পারেন। রউফ ৭.৮৭ এর প্রভাবশালী ইকোনমি রেটে ছয় ম্যাচে আট উইকেট নিয়ে ইংল্যান্ড সিরিজ শেষ করেছেন। স্পিডস্টার এই ত্রিদেশীয় সিরিজে ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধারনা করা যায়।
পিছন ফিরে তাকালেও মধুর স্মৃতি নেই বাংলাদেশের পাকদের বিপক্ষে। বাংলাদেশের সাথে শেষ ১৫ টি২০ ম্যাচে পাকিস্তানের দেখায় ১৩টিতেই জয় পেয়েছে বাবর আজমরা। শুধুমাত্র ২টি জয় রয়েছে বাংলাদেশের। তবে পূর্ব স্মৃতিকে ভুলে নতুন সুচনা করতে চায় বাংলাদেশ।