আন্তর্জাতিক

ম্যাচের মাঝেই খেলোয়াড় বদলের নিয়ম চালু করছে ভারত

ম্যাচ চলাকালীনই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ পদ্ধতিতে খেলোয়াড় বদলের নিয়ম চালু করতে যাচ্ছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আইপিএল দিয়ে এমন কিছুর পরিচয় ঘটানোর চেষ্টা বহু দিনের। তবে এখনই আইপিএল নয় আপাতত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম চালু করবে বিসিসিআই।

মুশতাক আলি ট্রফির আসন্ন আসর থেকেই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী খেলা চলাকালে অংশগ্রহণকারী দলগুলো তাদের একাদশে একজন খেলোয়াড়কে বদল করতে পারবে। ফুটবল, রাগবি, বাস্কেটবলের মতো খেলা থেকেই সাবস্টিটিউশনের নিয়ম প্রবর্তনে উৎসাহ পেয়েছে বোর্ড।

ইতোমধ্যে নিয়ম কানুন সম্বলিত একটি বিজ্ঞপ্তি রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। তারা ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। প্রতি ম্যাচের একটি করে ইনিংসে ১৪তম ওভার পূর্ণ হওয়ার আগে যে কোনও সময় দ্বাদশ কোনও খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে দলগুলো।

এই নিয়মে একাদশের যেকোনো ক্রিকেটারের বদলি নামানো যাবে। এমনকি আউট হওয়া ব্যাটারের বদলি হিসেবেও নামানো যাবে একাদশের বাইরের কোনো ব্যাটারকে। বদলি নামা ক্রিকেটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করতে পারবেন। তবে টসের আগেই দুই দলের অধিনায়করা চার জন করে বদলি ক্রিকেটারের নাম দিবে। এই চারজনের মধ্য থেকেই চোট, নিষিদ্ধ সহ যেকোনো কারণে একজন বদলি ক্রিকেটারকে একাদশে অন্তর্ভূক্ত করা যাবে।

এ ক্ষেত্রে একটিই শর্ত বদলি খেলোয়াড় সহ ১১ জনের বেশি ব্যাটিং করতে পারবে না। কোনো বোলারের বদলি হিসেবে অন্য বোলার নামলে সেও পূর্ণ কোটা শেষ করতে পারবেন। অর্থাৎ একজন বোলার ২ ওভার করে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে নামা ইমপ্যাক্ট প্লেয়ার নিজেও ৪ ওভারের কোটা পূর্ণ করতে পারবেন।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম সফলভাবে কার্যকর করা গেলে ভবিষ্যতে আইপিএল কিংবা ভারতের নারী ক্রিকেট টুর্নামেন্টগুলোতে প্রয়োগ করা হবে। ফলে বলাই যায় নিয়মিটির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হচ্ছে জনপ্রিয় ঘরোয়া এই টুর্নামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button