ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে সিলেটকে হারালো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন ইয়াং স্টার মৃত্যুঞ্জয় চৌধুরি। টানটান উত্তেজনা ম্যাচে তার দারুণ বোলিংয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করা এনামুল হক বিজয়কে নাসুম আহমেদের ক্যাচ বানিয়ে শুরু। এরপর সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন। তিন নাম্বার উইকেট ইংলিশ বোপারাকে সরাসরি বোল্ড করে স্বাদ নেন হ্যাটট্রিকের।

বড় লক্ষ্যে খেলতে নেমে এদিন দারুণ শুরু এনে দেন বিজয়। দলীয় ৯ রানে ল্যান্ডল সিমন্স (৯) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন এনামুল হক বিজয় ও আফ্রিকান কলিন ইনগ্রাম।

হাফ সেঞ্চুরি করে ইনগ্রাম ফিরে গেলে বিজয়কে সঙ্গ দিতে আসেন আলাউদ্দিন বাবু। তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। এরপর মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের পর আর ম্যাচে ফিরতে পারেনি সিলেট। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন ৭ ও মুক্তার আলী ৮ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেওয়া উইল জ্যাকস ১৮ বলে অর্ধশতক হাঁকিয়ে গড়েন বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড, যা এবারের আসরে সবচেয়ে দ্রুততম।

তার ১৯ বলে ৫২ রানের ইনিংস গড়ে দেয় বড় সংগ্রহের ভিত। এরপর আফিফ হোসেন ধ্রুবর ২৮ বলে ৩৮ (১টি চার ও ৩টি ছক্কা), সাব্বির রহমানের স্লথ ২৯ বলে ৩১ (৩টি চার) ও বেনি হাওয়েলের ২১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস দলকে পথ দেখায়। শেষদিকে ৪ বলে ১৩ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম জমা করে ২০২ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : সিলেট সানরাইজার্স

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০২/৫ (২০ ওভার) জ্যাকস ৫২, হাওয়েল ৪১*, আফিফ ৩৮, সাব্বির ৩১ গাজী ১৮/১, বোপারা ২৩/১, মোসাদ্দেক ২৫/১, তাসকিন ৫৩/১

সিলেট সানরাইজার্স : ১৮৬/৬ (২০ ওভার) বিজয় ৭৮, ইনগ্রাম ৫০ মৃত্যুঞ্জয় ৩৩/৩, নাসুম ১৮/২

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button