বাংলাদেশ ক্রিকেট

মুশফিকের বিকল্প ক্রিকেটারের জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ থেকেই ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের জন্য এই সফর থেকে তার ছুটি নেয়ার পর তাকে ছাড়াই ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিকে।

মুশফিকুর রহিমের পরিবর্তে ব্যাটিং অর্ডারে একই পজিশনে যেই খেলুন না কেন তার উপর যে দায়িত্ব বর্তাবে বেশ শক্তভাবেই তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা মুশফিকুর রহিম সিনিয়র ক্রিকেটার হিসেবে শুধু যে একজন ব্যাটারই ছিলেন তা নয়, এর পাশাপাশি ক্যাম্পেইনার হিসেবেও মুশফিকের অবদান বেশ গুরুত্বপূর্ণ।

টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করছেন মুশফিকের পরিবর্তে একাদশে যারই জায়গা মিলুক না কেন নিজেকে প্রমাণ করতে পারলে যে থিতু হবারও সুযোগ রয়েছে দলে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘’মুশফিক আমাদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। তবে এটা ওর জায়গা পূরণ করার ভালো একটা সুযোগ। তার জায়গায় যে-ই সুযোগ পাবে এটা তার জন্য এটা অনেক ভালো সুযোগ। আসলে দল হিসেবেই আমাদের একটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ।‘’

দেশের মাটিতে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস দগদগে থাকলেও বিদেশের মাটিতে টাইগারদের টি-টোয়েন্টির ইতিহাস খুব বেশি সুবিধাজনক নয়। তবে আসন্ন বিশ্বকাপের আগে টাইগারদের এশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে হাতে। রিয়াদ মনে করছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা মিলেমিশে নিজেদের সেরা প্রস্তুতিটাই নিতে পারবেন বিশ্বকাপের আগে।

মাহমুদউল্লাহ রিয়াদ যোগ করেন, ‘’হোম কন্ডিশনে আমরা অনে বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছে। এখানে আরও ভালো হতে হবে এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনও তরুণ, অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরও ১০-১২টা ম্যাচ খেলব। ওরা যেন যথেষ্ট সুযোগ পায়। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্য ভালো, দলের জন্যও ভালো।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button