ক্রিকেট ফ্যাক্ট

মুমিনুলের অধিনায়কত্ব ছেড়ে দেয়াকে যে চোখে দেখছেন সুজন

সম্প্রতি টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। তার নেতৃত্বে টাইগারদের সফলতার পাল্লা খুব একটা ভারি না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টাও এসেছে তার অধিনায়কত্ব থেকে। অধিনায়ক হিসেবে মুমিনুল হক খেলেছেন মোট ১৭টি ম্যাচ। যেখানে ৩টি জয় এনে দিতে পেরেছেন তিনি।

এদিকে অধিনায়কের পদ থেকে মুমিনুলের সরে দাঁড়ানোর পর নতুন করে অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে সাকিব আল হাসানের হাতে। দলের টিম ডিরেক্টর সবকিছুকে দেখছেন কিভাবে? সুজনের মতে মুমিনুলের সিদ্ধান্ত ছিল সাহসী। সেই সাথে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল ভালো করবে এমনটাও প্রত্যাশা সুজনের।

সুনজের ভাষ্য, ‘’সাকিব অনেক বুদ্ধিমান। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে কাদের গেম নলেজ ভালো, আমি বলব সাকিব তাদের মধ্যে একজন। সাকিবের চেতনা, চিন্তাধারা ভিন্ন। ও দেশসেরা অলরাউন্ডার না, বিশ্বসেরা অলরাউন্ডার। সে দলের জন্য নিজের সেরাটাই চাইবে।‘’

মুমিনুলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়াকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়ে সুজন আরও বলেন, ‘’মুমিনুলও দারুণ অধিনায়ক, তবে সফল হতে পারেনি। হয়ত চাপ তৈরি হয়েছে। তবে মুমিনুল এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছে, ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছে, আমি খুবই খুশি। এটা মুমিনুলের দারুণ কাজে দিবে।‘’

সাদা পোশাকে বাংলাদেশ দল কিছুটা ব্যাকফুটে রয়েছে সাম্প্রতিক সময়ে। নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনা সম্ভব হচ্ছে না টাইগারদের। ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। সুজনের মত, সাকিব আল হাসানকেও অধিনায়ক হিসেবে সময় দিতে হবে। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই সাকিবের অধিনায়কত্ব বিচার করার পক্ষে নন তিনি।

সাকিবকে নিয়ে সুজন যোগ করেন, ‘’এটা সাকিবের জন্যও বড় ব্যাপার। সাকিব অধিনায়ক হওয়াতে বড় পরিবর্তন আসলেও আসতে পারে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটা কথা আছে। দুটো টেস্ট ম্যাচেই তো আর বুঝা যাবে না, সাকিবকে সময় দিতে হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button