ক্রিকেট ফ্যাক্ট

মুমিনুলকে এখনই সরানো হচ্ছে না অধিনায়কত্ব থেকে

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিকতার পরিচয় দেয়ার পর মুমিনুল হককে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবে ব্যাটার হিসেবে মুমিনুল হক যতটা নিজের নাম ধরে রাখতে পেরেছেন অধিনায়ক হিসেবে যেন ঠিক ততটা মেলে ধরতে পারেননি নিজেকে। তার নেয়া মাঠের সিদ্ধান্তগুলোও বেশ সমালোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক সময়ে।

গত দুই সিরিজে হাসেনি মুমিনুলের ব্যাট। রানখরায় থাকা মুমিনুল যেন নিজেকে হারিয়ে খুঁজছেন বাইশ গজে। তার এমন অবস্থা দেখে অবশ্য নির্বাচক আব্দুর রাজ্জাক কথা বলেছেন মুমিনুলের পক্ষেই। দুয়েকটা সিরিজ খারাপ গেলেই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন রাজ্জাক।

গত দুই সিরিজে চিরচেনা মুমিনুলকে দেখা যায়নি মন্তব্য করে রাজ্জাক বলেন, ‘’আসলে পরিকল্পনা করার কথা না (অধিনায়কত্ব বদলের)। একটা দুটা সিরিজ খারাপ যেতেই পারে, তার জন্য একজন মানুষকে নিয়ে হুট করে একটা কথা বলা ঠিক না। তারপরও একজনের মানসিকতা একেক রকম, মূল্যায়ণ করার ক্ষমতা একেক রকম। যে যেভাবে করে সেটা… আমার তরফ থেকে যদি বলি, সবকিছু স্বাভাবিক। কারণ দুটো সিরিজে আমরা মুমিনুলকে যেভাবে চিনি, সেভাবে দেখিনি।‘’

একটা সময় স্যার ডন ব্রাডম্যানের সাথে তুলনা করা হত মুমিনুলকে। তবে এখন খারাপ সময় পার করলেও সবকিছু ঠিকঠাক আছে বলেই মনে করছেন রাজ্জাক। তার ভাষ্য, ‘’ও কোন লেভেলের ব্যাটসম্যান, সেটাও আমাদের দেখা উচিত। ওর নামটা কাদের কাতারে আছে, এটা অবশ্যই দেখা উচিত। যে কাতারটা আমাদের দেশের মধ্যে নাই ই। একজন মানুষকে নিয়ে বলা তো সহজ, সবাই ই বলতে পারে। কিন্তু সে ঠিকঠাক আছে। ওর খারাপ সময় যাচ্ছে, যেতে পারে। এটুকুই, আর কিছু না।‘’

অধিনায়কের পদ থেকে মুমিনুলকে সরিয়ে দেয়া হবে কিনা তা নিয়ে গুঞ্জন চললেও বোর্ডের তরফ থেকে এই ধরণের কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না বলেও জানিয়ে দেন রাজ্জাক। তিনি যোগ করেন, ‘’আমি নিশ্চিত বোর্ডেরও এটাই চিন্তা। তা না হলে তো বলেই দেওয়া যায় যে আমার হচ্ছে না তোমাকে দিয়ে। কিন্তু সেটাতো না। মুমিনুলকে নিয়ে বাইরে যত চিন্তা হচ্ছে, আমরা এতটা করছি না। কারণ অত চিন্তার জায়গায় এটা যায়নি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button