ক্রিকেট ফ্যাক্ট

মিরাজের চোখে সাকিবই সেরা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নতুন করে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০২১ সালের মনোনিত খেলোয়াড়দের মধ্যে মেহেদি হাসান মিরাজই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় দলের নিয়মিত সদস্য মিরাজ সম্প্রতি আলোচনায় আসে অধিনায়কত্ব নিয়ে। মুমিনুল হক টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে যাবার পর মূলত নতুন অধিনায়ক হিসেবে আলোচনা শুরু হয়। সাকিব আল হাসানের টেস্ট ফরম্যাটে অনিয়মিত থাকার কারণে তাকে আবারও অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল আগেই। যদিও শেষ পর্যন্ত বোর্ডের আস্থা সাকিবেই।

এদিকে বিএসপিএ’র অনুষ্ঠানে মিরাজের অধিনায়কত্ব প্রসঙ্গ উঠে আসলে বিস্ময় প্রকাশ করেন তিনি! সাকিব আল হাসানের মত অভিজ্ঞ ক্রিকেটার থাকতে তার নাম কেন আসবে তা যেন ভেবে পাচ্ছেন না এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘’যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।‘’

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে খেলবে টাইগাররা। যেখানে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিরাজ। তার ভাবনা জুড়ে তাই আপাতত এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজই।

মিরাজ যোগ করেন, ‘’আমরা ওয়েস্ট ইন্ডিজে আগেও খেলেছি। আমি জানি, আমাদের সামনে কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার আমরা তিন ফরম্যাটেই খেলব।‘’

ঘরর মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হারের আক্ষেপটা তাই এবার ঘোচাতে চান এই অলরাউন্ডার।

ব্যাটিংয়ের দৈন্যদশা কাটিয়ে আবারও স্বরূপে ফিরবে টাইগারার এমন প্রত্যাশা ব্যক্ত করে মিরাজ আরও বলেন, ‘’গতবার আমরা টেস্ট সিরিজে ভালো করতে পারিনি। তবে এবার সাকিব ভাই আছেন, ফর্মেও আছেন তিনি। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি আমরা ব্যাটিংয়ে খারাপ সময় কাটিয়ে উঠতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button