মিনি আইপিএলের নিলামে একমাত্র বাংলাদেশী খালেদ

বিশ্বজুড়ে বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সংখ্যা। আগামী বছর অভিষেক হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ‘এসএটোয়েন্টি’। একমাত্র বাংলাদেশী হিসেবে এই টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন পেসার খালেদ আহমেদ। আর যে কারণে নিলামের জন্য চূড়ান্ত হওয়া তালিকায় কেবল তার নামটাই দেখা যাচ্ছে।
ভিত্তিমূল্য ১০ হাজার মার্কিন ডলারে এই ডানহাতি পেসারকে নিলামে তোলা হবে। গতকাল (২ সেপ্টেম্বর) নিলামে অংশ নিতে চাওয়া ৫৩৩ জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
এর মধ্যে ২৪৮ জনই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। নিলামে দুইজন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ডলারে। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ও অলরাউন্ডার ওডিন স্মিথ। নিমালে নাম রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মরগানের, তার ভিত্তিমূল্য ৯৮ হাজার মার্কিন ডলার।
তার মতো একই ক্যাটাগরিতে আছেন আদিল রশিদ, জেসন রয়, টাইমাল মিলস, ডেভিড উইলি, নিউ জিল্যান্ডের জেমস নিশাম ও শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে। নিলা তালিকায় নাম আছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেইলরের, তার ভিত্তিমূল্য ৪৯ হাজার ডলার।
নিলামে আগ্রহীদের মধ্যে নেই কোন পাকিস্তানি ক্রিকেটারের নাম। কেপটাউনে ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে মিনি আইপিএল খ্যাত টুর্নামেন্টটির। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম আসর।
২৯ বছর বয়সী আন্ঘতর্রোজাতিক ক্য়ারিকেটে সীমিত হয়ে পড়েন টেস্ট ক্রিকেটে। ২০১৮ সালে অভিষেকের পর এখনো পর্যন্ত নিয়েছেন ১৯ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও গত কয়েক বছর ঘরোয়া টি-টোয়েন্টিতে খানিক বাড়তি কদর পাচ্ছেন। ৩৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখন অব্দি ৪৫ উইকেট নিয়েছেন খালেদ, ইকোনমি ৭.৭৩।
মিনি আইপিএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ১৭ জনের স্কোয়াড গড়তে পারবে, যার মধ্যে ৭ জন বিদেশি ও ১০ জন দক্ষিণ আফ্রিকান। তবে একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে।
মার্কি’ তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দুই থেকে পাঁচ জন করে ক্রিকেটার সরাসরি দলে টেনে নিয়েছে।