ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

‘মাশরাফি ইজ মাশরাফি’

বাংলাদেশ দলে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লম্বা সময় ধরে রয়েছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। জাতীয় দল থেকে বাদ পড়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। গুঞ্জন ছিল বিসিএলে দেখা যেতে পারে তাকে। তবে সেটা আর শেষ পর্যন্ত হয়নি।

দীর্ঘ সময় পর বিপিএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সাবেক এই অধিনায়ক এবারের বিপিএলে খেলবেন মিনিস্টার ঢাকার হয়ে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন এই পেসার।

এদিকে ইনজুরির সাথে ক্রমাগত লড়াই চালিয়ে যাওয়া মাশরাফির ফিটনেস নিয়ে সবসময়ই খানিকটা উদ্বেগ থেকেই যায়। ঢাকার হেড কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন মাশরাফি যদি ফিট থাকেন তাহলে নিয়মিতই তাকে খেলানো হবে একাদশে।

ঢাকার এই হেড কোচ বলেন, ‘’দেখুন, যে যত বড় খেলোয়াড় হোক তাকে ফিট থাকতে হবে। ফিট না হলে খেলতে পারবে না। প্রথমত আমরা দেখব সে ফিট আছে কি না।‘’

দলে মাশরাফি থাকা মানে যেন কিছুটা বাড়তি পাওয়া ক্রিকেটারদের জন্য। দলের সবাইকে একত্রিত করে সামনে থেকে এগিয়ে নিতে সর্বদাই প্রস্তুত থাকেন তিনি। মিজানুর রহমান গত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদাহরণ দিয়ে মাশরাফি সম্পর্কে আরও বলেন, ‘’মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টিটোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, সেবার শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতি ওরকম ছিল। মাশরাফি ইজ মাশরাফিইনশাআল্লাহ্ (নিয়মিতই দেখা যাবে)।‘’

‘’গত বছরও (বঙ্গবন্ধু টিটোয়েন্টি কাপ) এরকমই ছিল। বছর তামিম এসেছে (সাকিব অন্য দলে) ছোটবেলা থেকে তামিমকে আমি কোচিং করাই। গত ডিপিএলে আমার অধীনে খেলেছে। তামিমের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমি। গত বছরও উপভোগ করেছি, এবার আরও বেশি উপভোগ করব আশা করি।‘’

সিনিয়র ক্রিকেটারদের ছড়াছড়ি থাকায় বিপিএলে এগিয়ে থাকবে ঢাকা এমনটা প্রত্যাশা করে মিজানুর রহমান যোগ করেন, ‘’সব মিলিয়ে আমার দল ভালো। অভিজ্ঞতার কারণে আমার দলকে এগিয়ে রাখব। এটাই আমাদের শক্তির মূল জায়গা। টিটোয়েন্টি অভিজ্ঞদের খেলা। বিপদে অভিজ্ঞরাই এগিয়ে থাকে। আমাদের বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। খুব ভালো একটা কম্বিনেশন আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button