ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

মাশরাফির সাথে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার: আকরাম খান

বাংলাদেশ দলের এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে ধরা হয়েছে থাকে মাশরাফি বিন মুর্তজাকে। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া যে জায়গাতেই অধিনায়ক হিসেবে গিয়েছেন সফলতা পেয়েছেন দুহাত ভরে।

দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন মাশরাফি। যেখানে অধিনায়ক হিসেবে ঘরোয়া এই টুর্নামেন্টে সর্বমোট তার শিরোপাসংখ্যা চারটি।

অধিনায়ক হিসেবে সফলতা এনে দেয়া মাশরাফি লম্বা সময় ধরে নেই ক্রিকেটে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দুই আয়গাতেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন সফল এই অধিনায়ক। তবে সবকিছু ছাপিয়ে নতুন করে মাশরাফি জানিয়েছেন আসন্ন বিপিএলে খেলতে চান তিনি। সেই সাথে বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে তাকে। তার এমন সিদ্ধান্তের পর বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আইকন ক্রিকেটার হিসেবেই এবারের বিপিএলে দেখা যাবে মাশরাফিকে।

এখন পর্যন্ত বিপিএলে আইকন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেনি বিসিবি। তবে শুক্রবার (১৭ ডিসেম্বর) আইকন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হবে এমনটা জানিয়েছেন আকরাম খান। যদিও এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চুক্তি করেছে তামিম ইকবালের সাথে, খুলনা চুক্তি করেছে মুশফিকুর রহিমের সাথে এবং সাকিব আল হাসানের সাথে চুক্তি করেছে বরিশাল।

মাশরাফির বিপিএল খেলা প্রসঙ্গে জানাতে গিয়ে আকরাম খান বলেন, ‘’মাশরাফি তো আছেই…কেন খেলবে না? আইকন ক্রিকেটার থাকবে আশা করছি। ৬ জন আইকন তো থাকবে। পরশু দিনের (শুক্রবার) মধ্যে জানা যাবে। মাশরাফি খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। ও (মাশরাফি) খেললে বিপিএলের আকর্ষণ অনেক বেড়ে যায়।‘’

মাশরাফির সাথে খেলতে পারাটা অন্যান্য ক্রিকেটাদের সৌভাগ্য এমনটাই মনে করেন আকইরাম খান। তিনি যোগ করেন, ‘’আমি মনে করি ওর সাথে খেলাটাও অনেক সৌভাগ্যে ব্যাপার। কারণ ও খুব অভিজ্ঞ, ও অনেকদিন বাংলাদেশ দলকেও সেবা দিয়েছে, ও খেলা মানে বিপিএলে চাপটা বেড়ে যায়। আমার মনে হয় যারা ওর সাথে খেলবে তারা অনেক ভাগ্যবান।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button