আন্তর্জাতিক

মাশরাফির মতো গাঙ্গুলীও খেলছেন না লেজেন্ডস ক্রিকেট লিগে

১০ বছর পর ইডেনে ব্যাট হাতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে। সবকিছু যেন প্রস্তুতই ছিল। কিন্তু শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন না বলে জানিয়ে দিলেন তিনি নিজেই। আর এতেই স্বপ্ন ভঙ ভক্ত সমর্থকদের। এর আগে নিজের না খেলার সিদ্ধান্ত জানান বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজাও।

১৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের লেজেন্ডস ক্রিকেট লিগ। ২২ দিনের এই আসরের পর্দা নামবে ৮ অক্টোবর। ৬ টি ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভেন্যুগুলো হচ্ছে কোলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোট। চার দলের এই আসরে মোট ম্যাচ ১৫টি। টুর্নামেন্টটির প্রথম আসরে দল ছিল তিনটি।

ইডেন গার্ডেনে উদ্বোধ্নী দিনেই মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজ ও ওয়ার্ল্ড জায়ান্টস। যে ম্যাচ নিয়ে আগ্রহের শেষ ছিল না কোলকাতাবাসীর। তাদের প্রিয় প্রিন্স অফ কোলকাতা, বর্তমান বিসিসিআই সভাপতি গাঙ্গুলীকে যে আরেক দফা ব্যাট হাতে নামতে দেখবেন।

কিন্তু ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেওয়ায় একটা ক্রিকেট ম্যাচের আড়ালে দারুণ একটা পুনর্মিলনী মিস করতে যাচ্ছে কোলকাতাবাসী। একটা সময় গাঙ্গুলীর নেতৃত্বে বীরেন্দর শেবাগ, মোহম্মদ কাইফের মতো যারা ভারতীয় দলে খেলেছিলেন, তাদের অনেকেই খেলছেন লেজেন্ডস লিগে। ফলে আরও একবার শেবাগদের অধিনায়কের ভূমিকায় দেখা যেত সৌরভকে।

আয়োজকদের আরও বেশ কিছু পরিকল্পনা করেছিলেন ম‌্যাচটা নিয়ে। গাঙ্গুলীকে একটা দারুণ সংবধর্না দেওয়ার প্রস্তুতিও সেরে রাখা হয়েছে। কিন্তু সেসব বাতিল করতে হচ্ছে।

এদিকে লেজেন্ডস ক্রিকেট লিগে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। কিন্তু শেষ মুহূর্তে তিনিও না করে দেন। ফলে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে তার মাঠে নামা হচ্ছে না।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘গত মাসে খেলার প্রস্তাব পাই। খেলব কিনা ভাবছিলাম। নানা কারণে টুর্নামেন্টটাতে খেলা হচ্ছে না। না খেলার বিষয়টি গতকাল সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।’

যদিও অভিজ্ঞ এই পেসার খেলছেন উল্লেখ করে একটি পোস্ট দেয় দলটির ফেসুবক পেইজ থেকে। পোস্টটিতে লেখা হয়, ‘মাশরাফি মুর্তজা আমাদের বোলিং ইউনিটে কিছু বাংলাদেশি স্বাদ যোগ করবেন। খোলা বাহুতে আপনাকে স্বাগত জানাই।’ যদিও এর পরদিনই না খেলার ব্যাপারটি জানিয়ে দিলেন মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button