আইপিএলক্রিকেট ফ্যাক্ট

মাশরাফির ব্যাটিং দেখেই করা হয়েছিলো আইপিএলের লোগো?

বর্তমান বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যেখানে গোটা বিশ্বে চলা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের কারনেই অনেকটা এগিয়েছে বলা যায়। এক্ষেত্রে আবার অন্যতম ভূমিকা পালন করছে আইপিএল, বিপিএল কিংবা বিগ ব্যাশের মত জনপ্রিয় টুর্নামেন্টগুলো।

আলাদাভাবে বলতে গেলে আইপিএল যেন ক্রিকেটে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ২০০৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের লোগোটাও বেশ জনপ্রিয়। একজন ব্যাটসম্যান একটি শট করছেন যা ফুটিয়ে তোলা হয়েছে আইপিএলের লোগোতে। তবে কেমন শোনা যাবে যদি বলা হয়, এই লোগোটি তৈরি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাটিংয়ের ধরন দেখেই!

একটু পেছনে ফেরা যাক! সময়টা ২০০৭ সাল। বাংলাদেশ দল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে অংশ নিয়েছিল প্রথমবারের মত আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে একমাত্র ম্যাচটিতে হারিয়েছিলো টাইগাররা। যা ওই সময় ছিল অসম্ভবকে সম্ভব করার মতই ঘটনা। ওই আসরে বাংলাদেশ দলের একমাত্র সাফল্যও ছিল ক্যারিবিয়ানদের হারানো।

২০০৭ সালের সংক্ষিপ্ত ফরম্যাটের ওই বিশ্বকাপে বাংলাদেশ দলে অন্যতম সদস্য হিসেবে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নামের পাশে অলরাউন্ডারের কোটা শতভাগ পূর্ন করতে না পারলেও নড়াইল এক্সপ্রেস বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত।

২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার ব্যাট চালানোর একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি বল লম্বা শট খেলছেন। যা মিলে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের লোগোর সাথে।

আইপিএলের ওই লোগোর সাথে মাশরাফির ব্যাটিংয়ের ধরনের কি কি মিল রয়েছে সেটা এবার দেখে নেয়া যাক।

শটঃ মাশরাফির ওই ছবিটিতে দেখা যায় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাশরাফি একটি বল মোকাবেলা করতে গিয়ে লং অন সাইডে শট খেলছেন। আইপিএলের লোগোতেও যে ব্যাটসম্যানের শট পজিশন দেয়া আছে সেটাও লং অন সাইডে খেলা এটি শটের ছবি।

ব্যাটিং পজিশনঃ লং অনে শট খেলা মাশরাফির ব্যাটের যে পজিশন ছিলো আইপিএলের লোগোর মধ্যেই সেই একই ব্যাটিং পজিশনই লক্ষ্য করা যায়।

ব্যাট সুইংঃ আইপিএলের লোগোতে দেখা যায় যে ব্যাটসম্যানের ছবি দেয়া হয়েছে তার ব্যাটের সুইং একদম মাথার পেছন পর্যন্ত ছিলো। মাশরাফির ব্যাটের সুইংও ছিলো একইরকম!

ফুটওয়ার্কঃ মাশরাফির ওই ছবিটিতে দেখা যায় তিনি বল মোকাবেলা করার পর পেছনের দিকে কিছুটা ঝুঁকে ছিলেন ব্যাট হাতে। ওই সময়ে মাশরাফির পায়ের যে পজিশন ছিল আইপিএলের লোগোতেও পায়ের ঠিক একই পজিশন দেখা যায়।

হ্যালমেটঃ মাশরাফির মাথায় থাকা হ্যালমেট ছবিতে যেভাবে দেখা যাচ্ছে আইপিএলের লোগোতে ঠিক একইরকম হ্যালমেটও লক্ষ্য করা যায়। যা মাশরাফির ছবির সাথে আইপিএলের লোগোর শতভাগ মিল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button