বিপিএল

মাঝপথেই বিপিএল ছাড়লেন আন্দ্রে রাসেল

বিপিএলের অষ্টম আসরে মিনিস্টার ঢাকার হয়ে মাঠ মাতিয়েছেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে থাকলেও মাঝপথেই দল ছেড়ে নিজ দেশে পাড়ি জমাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ঢাকার সাথে রাসেলের চুক্তিও হয়েছিল টুর্নামেন্টের এই সময় পর্যন্ত।

বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে গতকাল (৪ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকার মাঠে নামার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তবে বৃষ্টির বাগড়ায় মিরপুরে কোনো বল মাঠে না গড়াতে পারলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ঢাকাকে।

এদিকে বৃষ্টিতে ম্যাচ বাতিল হবার পর দলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়ে বিদায় নিয়েছেন আন্দ্রে রাসেল। বৃষ্টির জন্য এই ম্যাচ না খেলতে পারার হতাশা প্রকাশ করার পাশাপাশি দল এবারের আসরে চ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এক ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘’আজ আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হল না।‘’

দল ছাড়লেও বাইরে থেকে সমর্থন জানিয়ে যাবেন মিনিস্টার ঢাকাকে এমনটা জানিয়ে রাসেল যোগ করেন, ‘’সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মত দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাস থেকে আমি যুক্ত থাকব।‘’

এবারের বিপিএল আসরে অন্যতম ফেবারিট মিনিস্টার ঢাকার শিরোপা জেতার সামর্থ্য রয়েছে জানিয়ে রাসেল আরও বলেন, ‘’টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ্।‘’

উল্লেখ্য, এবারের বিপিএলে ঢাকার হয়ে ৬ ম্যাচে ৬১ রান করার পাশাপাশি বল হাতে ৮টি উইকেট নিয়েছেন রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button