বাংলাদেশ ক্রিকেট

ব্যাট হাতে আবারও শতক হাঁকিয়ে ম্যাচ জেতালেন নাঈম ইসলাম

একসময় জাতীয় দলের হয়ে মাঠ মাতানো নাঈম ইসলাম ঘরোয়া ক্রিকেটে এখন নিয়মিত পারফর্মার। গত বিপিএলে চট্টগ্রাম চেলেঞ্জার্সের হয়ে খুব বেশি সুবিধা করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে নিয়মিত পারফর্ম করে নজর কাড়ছেন নাঈম। টানা পাঁচ ম্যাচে ৯০ ছাড়ানো ইনিংস খেলা নাঈম ইসলাম হাঁকিয়েছেন দুটি শতকও। যার সর্বশেষ শতকটি এসেছে আজ (২৮ মার্চ) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচে।

ডিপিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। এদিন প্রথমে ব্যাটিং করতে নামা রূপগঞ্জ টাইগার্স শুরুটা ভালো পায় জাকির হাসান ও মিজানুর রহমানের ব্যাটে। ৪০ বল মোকাবেলায় ৩৩ রান করে মিজানুর সাজঘরে ফিরে গেলেও ব্যাট হাতে শতকের দিকে এগিয়ে যেতে থাকেন জাকির।

শেষ পর্যন্ত জাকির হাসানের ৯১ রানের ইনিংসের সাথে মিডল অর্ডার ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে রুপগঞ্জ টাইগার্স সংগ্রহ করে ২৯৪ রান।

জবাবে খেলতে নামা লিজেন্ডস অব রূপগঞ্জ দলীয় ৫ রানের মাথায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও আব্বাস মুসাকে হারিয়ে বসে। তবে দলটির ভারতীয় ব্যাটার চিরাগ জানি ও নাঈম ইসলাম মিলে দলকে এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটার মিলে ২৩৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান।

তাদের এই জুটি বিচ্ছিন্ন হয় ১০৯ বল মোকাবেলায় ১২২ রানের ইনিংস খেলে চিরাগ সাজঘরের পথ ধরলে। নাঈম অবশ্য ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। তবে এতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ইনিংসের ৪৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৫৭ রান সংগ্রহ করলে বৃষ্টি বাধায় আর কোনো বল মাঠে গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৯ রানে জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

১৩০ বল মোকাবেলায় ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন নাঈম ইসলাম। এই শতক সহ মোট পাঁচ ইনিংসে টানা ৯২, ৯৫, ৯১, ১২৪ এবং ১১৪ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button