এশিয়া কাপ

ব্যাটসম্যানদের উপরই দায় চাপালেন অধিনায়ক সাকিব

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরও একটি লজ্জাজনক হারের সম্মুখীন হল অধিনায়ক সাকিব আল হাসানের বাংলাদেশ দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার অনেক আগেই মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এই উইকেট সবসময়ই ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। কিন্তু এরপরও আগে ব্যাটিংয়ে নেমে এরকম শোচনীয় পারফরমেন্স অবাক করেছে সবাইকেই। এ প্রসঙ্গে ম্যাচে শেষে অধিনায়ক সাকিব আল হাসান  বলেন, ‘আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি।’

পুরো ব্যাটিং ইনিংস জুড়েই দেখা গিয়েছিলো বাংলাদেশী ব্যাটসম্যানদের বাজে শট খেলে আউট হওয়ার একের পর এক দৃশ্য। আর এই ব্যাপারটি সহজেই স্বীকার করে নিয়েছেন সাকিবও। তিনি বলেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। এ রকম একটা উইকেটে প্রথম দশ ওভারে আমাদের চারটি উইকেট হারানো ঠিক হয়নি।’

দলের অন্য ব্যাটসম্যানরা যখন উইকেটে গিয়ে টিকতেই পারেনি তখন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম বাংলাদেশের ইনিংস পুনর্নির্মাণের চেষ্টা করে গেছেন। তবে দুইজনই অর্ধশত রানের মাইলফলক ছুঁয়ে কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে গিয়ে দলকে আরও বিপদের মধ্যে ফেলে দেন।

সাকিব যোগ করেন, ‘আমার আর মুশফিকের জুটি ভালো ছিল। আরও ৭-৮ ওভার আমরা খেলতে পারতাম। আমি আউট হওয়ার পর আর কোনও জুটি হয়নি। এ রকম একটা উইকেটে খুবই বাজে ব্যাটিং।’

দলের এরকম বাজে ব্যাটিং পারফরমেন্সের দায়ভার নেয়ার পাশাপাশি সাকিব এটাও জনান যে, আগামী ম্যাচে যেন এমনটা না নেয় এটা নিশ্চিত করতে মরীয়া বাংলাদেশ দল। তিনি বলেন, ‘এটার দায়ভার আমাদের নিত হবে এবং পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। তারা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল। তাদের বোলিং লাইনআপ বিশ্বসেরা। তারা যদি দ্রুত উইএত নেয় তাহলে তাদের ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আশা করি কলম্বোতে আমরা ভালো খেলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button