ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

ব্যর্থতা ভুলে ব্যাটিংয়ের দিকে মনোযোগ খুলনার

বিপিএলের অষ্টম আসরে এখন পর্যন্ত নিজেদের সেরা ছন্দ খুঁজে পায়নি খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি নিজেদের পাঁচ ম্যাচে জয়ের দেখা পেয়েছে দুইটিতে, বাকি তিন ম্যাচে রয়েছে হার।

সর্বশেষ খুলনা টাইগার্স হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে। চট্টগ্রামের উইকেটে ব্যাটসম্যানরা বড় স্কোরেরে দেখা পেলেও সেখানে বিবর্ণ ছিল খুলনার ব্যাটিং বিভাগ। ফলে সাগরিকার সেই ব্যাটিং ব্যর্থতা ভুলে আবারও মিরপুরে ঘুরে দাঁড়াতে চায় খুলনা টাইগার্স।

নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার আগে দলটির পেসার খালেদ আহমেদ জানালেন মিরপুরে উইকেট কিছুটা কঠিন হলেও প্রত্যাশা রয়েছে ব্যাটসম্যানরা বড় পুঁজি এনে দিতে পারে লড়াই করার জন্য।

এই পেসারের ভাষ্য, ‘’চট্টগ্রামের উইকেট অনেক ভালো ছিল। ফ্ল্যাট ট্র্যাক ছিল। বোলারদের কিছু করার থাকত না, ব্যাটারদের অনেক কিছু করার থাকত। আমাদের ব্যাটাররা চট্টগ্রামে ভালো খেলেনি। এজন্য দুটি ম্যাচ জিততে পারিনি। এই জায়গায় কঠিন উইকেট, তাও চাইব ব্যাটাররা যেন ভালো করে। ব্যাটাররা পারছে না এমন না। তারা চেষ্টা করছে ভালো কিছু করার। ইনশাআল্লাহ্ এই ম্যাচে ভালো ব্যাটিং দেখবেন।‘’

শেষ দুই ম্যাচে ইতিবাচক ফল বয়ে আনতে না পারলেও সিলেটের বিপক্ষে দল ঘুরে দাঁড়াতে চায় এমনটাও জানিয়েছেন খালেদ। তিনি যোগ করেন, ‘’পাঁচটা ম্যাচে আমরা দুইটা জিতেছি। চেষ্টা করব এই ম্যাচে কামব্যাক করতে। গত দুইটা ম্যাচ হয়ত খারাপ গেছে। এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাই।‘’

টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে যোগ দিতে না পারলেও এখন দলের হয়ে নিজের সেরাটা উজার করে দিয়েই অবদান রাখতে চান এমনটাও জানিয়েছেন খালেদ আহমেদ। তিনি আরও বলেন, ‘’বিপিএলের আগে আমি কিন্তু সুযোগ পাইনি। নিউজিল্যান্ডে ছিলাম। লাল বলের দলের সাথে ছিলাম প্রায় পাঁচ মাসের মত। এখানে এসে দিন সময় পেয়েছি অনুশীলনের। আমার লক্ষ্য ছিল প্রথম থেকে খেললে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। দুর্ভাগ্যবশত হয়নি। গত ম্যাচ যেহেতু খেলেছি, নিয়মিত খেললে চেষ্টা করব ভালোটা ধরে রাখার।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button