বিপিএল

‘বেশিরভাগ দেশের স্পন্সর বেটিং সাইট, আমরা কিন্তু এটা করি না’

বর্তমানে নানান বেটিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে বিপুল আয় করছে অনেক ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট দুনিয়ার বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর হিসেবে বেটিং সাইটগুলোর যুক্ত হওয়া এখন স্বাভাবিক বিষয়।

বিপুল অর্থ আয়ের সম্ভাবনা থাকলেও সৎভাবে আইন মেনে সেই পথে হাঁটতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলে বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমোদনের পাশাপাশি বেটিং সাইট নিয়ে সতর্ক বিসিবি।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশের নানান লিগে দল কিনছেন। সিপিএল, আরব আমিরাত লিগ কিংবা দক্ষিন আফ্রিকা প্রিমিয়ার লিগ, সবখানেই দলের মালিকানা রয়েছে তাদের। তবে বাংলাদেশের বিপিএলে বিদেশী মালিকানা এখনো খুব একটা আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বর্ড (বিসিবি)।

বিপিএলে বিদেশি বিনিয়োগ নিয়ে টুর্নামেন্টটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, “এখনতো বিশ্বক্রিকেটে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমরা ছাড়া বেশিরভাগ ক্রিকেট দেশগুলোর দিকে দেখেন… বেটিং সাইট কিন্তু স্পন্সর। আমরা কিন্তু এটা করি না। বিদেশি মালিকানা দেওয়া কিন্তু শুধু আমাদের উপর ডিপেন্ড করে না । বিসিবি সরকারের সাথে সিদ্ধান্ত নিয়ে এগুলো দেওয়ার ব্যাপার আছে। কেউ যৌথভাবে বিদেশি বিনিয়োগে আসতে পারে। একেবারে বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত আমরা দিচ্ছি না।”

একদিন আগেই তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাত দলের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিপিএলের জন্য তিন ভেন্যুর তালিকাও দিয়েছে বিসিবি।

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে রয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হবে বিপিএলের এবারের আসর। ৪২ দিনের টুর্নামেন্টে খেলা হবে ৪৬ ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিসিবির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ই জানুয়ারী শুরু হবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। ১৬ই ফেব্রুয়ারী শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের এবারের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button