আন্তর্জাতিক

বিষ্ণইকে চাহাল, মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ কর

বর্তমান ভারতীয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। কিন্তু হিসাব নিকাশের জেরে শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাদের কারও কারও। যেখানে যুব বিশ্বকাপ খেলা লেগ স্পিনার রবি বিষ্ণই দূর্ভাগাই বলতে হয়। যুজবেন্দ্র চাহালের মতো বোলার দলে থাকায় তাকে ছাড়াই ভারতের স্কোয়াড ঘোষিত হয়। তবে সতীর্থ হিসেবে চাহালের কাছ থেকে ঠিকই আলাদা কিছু নেওয়ার চেষ্টা করেছেন বিষ্ণই।

মূল স্কোয়াডে না থাকলেও আড়ালে পড়ে যাননি ২২ বছর বয়সী তরুণ বিষ্ণই। তাকে ঠিকই রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। নিয়মিত না হলেও চাহালের বিশ্রাম, চোট কিংবা কন্ডিশনের চাহিদা বিবেচনায় ইতোমধ্যে খেলে ফেলেছেন ১০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাতে পকেটে পুরেছেন ১৬ উইকেট।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ম্যাচ পেয়েছেন একটি। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সুযোগ পেয়ে ২৬ রানে তুলে নেন ১ উইকেট। যে ম্যাচে চাহালও ছিলেন একাদশে। ১৮১ রানের পুঁজি নিয়েও হেরেছে ভারত। চাহাল ছিলেন খরুচে, ১ উইকেট নিতে খরচ করেন ৪৩ রান।

চাহালের ছায়া হয়ে বিশ্বকাপে যাচ্ছেন স্টান্ড বাই হয়ে। তার আগে যতটা সম্ভব পরামর্শ নেওয়ার চেষ্টা করেছেন। বিষ্ণই বলছেন তাকে টেকনিক্যাল দিক নিয়ে বেশি কিছু না বললেও মানসিকভাবে দারুণ সমর্থন দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। বাড়তি চাপ না নিয়ে মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগের মন্ত্রই গেঁথে দিয়েছেন অনুজকে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণই বলেন, ‘যুজবেন্দ্র ভাই আমাকে নির্দিষ্ট কিছু বলেননি (লেগ ব্রেক বোলিং নিয়ে)। তিনি সবসময় আমাকে বলেন যে তোমার মাঠে থাকা প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত এবং একটি জুটি হিসেবে, আমাদের চেষ্টা করা উচিত এবং একসাথে ভালো বোলিং করা উচিত যা দলের জন্য উপকারী।’

সুযোগ কম আসছে তবে তা নষ্ট করছেন না বলে মনে করেন বিষ্ণই, ‘একজনকে নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয় যা দল থেকে ঠিক করে দেওয়া হয়। কখনো কখনো তা উইকেট নেওয়া তো কখনো রান আটকানো। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমি সুযোগ নষ্ট করছি না। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি কাজে লাগানোর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button