ক্রিকেট ফ্যাক্ট

বিশ্বের সবচেয়ে বড় তিনটি ক্রিকেট স্টেডিয়াম যেগুলো

বিশ্বের সবচেয়ে বড় তিনটি ক্রিকেট স্টেডিয়াম যেগুলো

সারাবিশ্বে ফুটবলের জনপ্রিয়তার কাছে ক্রিকেটের জনপ্রিয়তা কিছুটা কম সেটা দ্বিধাহীনভাবেই মেনে নেন ক্রিকেটভক্তরা। একটা সময় গুটি কয়েক দেশ ক্রিকেটে অংশ নিলেও সময়ের সাথে সাথে সেই অবস্থার পরিবর্তন হতে দেখা গেছে এবং দেখা যাচ্ছে বড় ক্রিকেট স্টেডিয়ামও। বিশেষ করে গত কয়েক দশকে ক্রিকেটের যে আমুল পরিবর্তন এসেছে তা চোখে পড়ার মতই বটে!

ক্রিকেটের পরাশক্তি হিসেবে বর্তমান সময়ে যে কয়েকটি দেশকে ধরা হয়ে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এশিয়ার বাইরে এই দেশগুলোর পাশাপাশি ভারতও বর্তমানে বিশ্ব ক্রিকেটকে শাসন করে চলছে।

ক্রিকেটে একটা সময় টেস্টের মর্যাদা ছিল অনন্য পর্যায়ে। এখনও সম্মানের এই ফরম্যাটকে যুগের সাথে তাল মিলিয়ে টিকিয়ে রাখতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিচ্ছে নানা পদক্ষেপ। যার অংশ হিসেবে এশিয়ার দেশ আফগানিস্তানকে দেয়া হয়েছে টেস্ট ক্রিকেটের স্বীকৃতি। এছাড়া ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেও নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে আইসিসির পক্ষ থেকে।

বিশ্বের ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে অতি পরিচিত লর্ডসের নাম শোনা যাওয়ার পাশাপাশি রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স কিংবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মত নামগুলো।

এবার দেখে নেয়া যাক দর্শক ধারন ক্ষমতার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তিনটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা।

৩। ইডেন গার্ডেন্স কলকাতা (৬৮,০০০ দর্শক ধারন ক্ষমতা)

দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। লর্ডসে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের পর ১৯৮৭ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ড—অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল কলকাতার এই স্টেডিয়ামেই। ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামটির বর্তমান ধারন ক্ষমতা ৬৮ হাজার দর্শক।

বহু ইতিহাসের সাক্ষী এই ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়া নিজেদের গোলাপি বলের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল দুই বছর আগে। ১৯৮৭ সালে বিশ্বকাপের ভেন্যু হবার পর ১৯৯৬ এবং ২০১১ সালেও বিশ্বকাপের ভেন্যু হিসেবে ছিল এই স্টেডিয়ামটি। শুধু তাই নয়, ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুও ছিল ইডেন গার্ডেন্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহার হওয়া ইডেন গার্ডেন্সে আগে দর্শক ধারন ক্ষমতা ছিল ১ লক্ষ। তবে বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজারে।

২। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১০০,০২৪ দর্শক ধারন ক্ষমতা)

২০২১ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে খেতাব ধরে রেখেছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ঐতিহাসিক এই স্টেডিয়ামটিতে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মুখোমুখি হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হওয়া এই স্টেডিয়ামটির বর্তমান দর্শক ধারন ক্ষমতা ১ লক্ষ ২৪ জন। এশিয়ার বাইরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামও হচ্ছে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

১। মতেরা ক্রিকেট স্টেডিয়াম (১,১০,০০০)

আহমেদাবাদে অবস্থিত মতেরা ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। একটা সময় ৫৫ হাজার দর্শক ধারন ক্ষমতার এই স্টেডিয়ামটি সংস্কার করার পর দর্শক ধারন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার জন। ইতোমধ্যে মতেরা স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে। আগামী ২০২১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়েও বেশ এগিয়ে আছে স্টেডিয়ামটি।

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button