বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে কি পরিকল্পনা করছেন তাসকিন?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ শেষ হয়েছে মাত্র। আগামী বেশ কয়েক মাস বাংলাদেশ দল সাদা পোশাকে মাঠে নামছে না। তবে সাদা পোশাকে টাইগারদের দেখা না গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কয়েকটি সিরিজ রয়েছে সামনে। সেই সাথে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মত বড় আসরগুলোও দরজায় কড়া নাড়ছে।

আগামী বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ দল এমন কথা জানিয়েছেন অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। বিসিবির আপলোড করা এক ভিডিও বার্তায় তাসকিন জানিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের চিন্তা মাথায় রেখেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

তাসকিন বলেন, ‘’প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্য খেলবো।‘’

বিশ্বকাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করার কথা জানিয়ে তাসকিন যোগ করেন, ‘’আমরা যেনো দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি বিশ্বকাপের জন্য।‘’

টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে সুবিধা করতে পারেনি টাইগাররা। দুই ম্যাচের ওই সিরিজে দুটোতেই হেরে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তবে এসব ব্যর্থতাকে পেছনে ফেলে তাসকিনের নজর সামনের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দিকেই।

তাসকিন আরও বলেন, ‘’শেষ সিরিজটা ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এরপরই ওয়ানডে সিরিজ। যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে। আগেরগুলো নিয়ে এখন বসে থাকা যাবে না কারণ সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। তো অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে, টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করবো আমরা সবাই। চাইবো ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button