বাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে রিয়াদের শুভেচ্ছা

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেন রিয়াদ। তবে সাম্প্রতিক পারফর্মেন্সে ছন্দে না ফেরায় এবারের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে দলের সাথে না যেতে পারলেও দলকে ‘শুভেচ্ছা’ জানাতে ভুলেননি ‘দ্যি সাইলেন্ট কিলার’।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার আগেই পার্শ্ববর্তি দেশ নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে কিউই ও পাকিস্তানের সাথে ত্রি-দেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বকাপ ও ত্রি-দেশীয় সিরিজ খেলার জন্য দেশ ছাড়েন টাইগাররা। তবে দলের সাথে যেতে পারেননি রিয়াদ।

ছুটির দিন শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হল সরগরম ছিল দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠান ঘিরে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন খেলার বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। যার মধ্যে অন্যতম ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

যে ৭ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে দিয়ে লোগো উন্মোচন করানো হয়েছে মঞ্চে তার একজন ছিলেন মাহমুদউল্লাহ। লোগো উন্মোচন শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন এই দেশের অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার।

তবে সেই আয়োজনে অংশ নিয়েই রিয়াদ গনমাধ্যমের মাধ্যমে দলকে জানায় শুভেচ্ছা। রিয়াদ বলেন, “প্রত্যাশা তো সবসময়ই থাকে। আমি বিশ্বাস করি, দল ভালো করবে (বিশ্বকাপে)। আমার শুভকামনা সবসময়ই থাকবে। দোয়া করি, আমাদের দল যেন ভালো করে।”

দলে অনভিজ্ঞ শান্ত সুযোগ পেলেও বাংলাদেশের হয়ে একশতর বেশি ম্যাচ খেলা রিয়াদকে বাদ দেয় নির্বাচক প্যানেল যা নিয়ে উঠেছিলো তীব্র সমালোচনা। এমনকি অনেক রিয়াদভক্তরা শেরে বাংলার সামনে নেমেছিলেন মানববন্ধনে। তবে সকল কিছুর পরও নেওয়া হয়নি রিয়াদকে। তবে দলের থেকে বাদ পড়া সত্বেও দলকে শুভেচ্ছা জানাতে ভুলেনি রিয়াদ।

আগামী ২ অক্টোবর সকালে নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে নুরুল হাসান সোহান- মেহেদী হাসান মিরাজদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন সেদিনই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button