বিপিএল ২০২২: কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিল মুস্তাফিজকে

বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াতে যাচ্ছে জানুয়ারির ২০ তারিখ থেকে। ছয় দলকে নিয়ে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে দলগুলো যখন তাদের স্কোয়াডে দেশি-বিদেশি ক্রিকেটার ভেড়ানোতে ব্যস্ত তখন নতুন করে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুইবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লার হয়ে এবারের বিপিএল খেলতে পারেন তামিম ইকবাল এমনটা গুঞ্জন শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগেই। তবে শেষ পর্যন্ত তামিম ইকবাল জানিয়েছেন কুমিল্লার সাথে চুক্তিবদ্ধ হননি তিনি। ফলে বিকল্প হিসেবেই কুমিল্লা দলে নিয়েছে মুস্তাফিজকে।
কাটার মাস্টার চুক্তিবদ্ধ হতে পারেন সিলেট সানইরাইউজার্সের সাথে এমন গুঞ্জনও ছিল। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকেও জানিয়ে দেয়া হয়েছিল তার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত সেই চুক্তি আর আলোর মুখ দেখেনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেয়ার আগেই স্কোয়াডে যুক্ত করেছিল তিনজন বিদেশি ক্রিকেটারকে। ফাফ ডু প্লেসিস, সুনিল নারাইন এবং মঈন আলিকে ড্রাফটের আগেই দলে নিয়েছে তারা। টুর্নামেন্টের পুরো সময় ধরেই এই তিন বিদেশি তারকা কুমিল্লার হয়ে খেলবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।
বিপিএলের এবারের আসরে প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন করে দেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ রয়েছে। ইতোমধ্যে বরিশাল দেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে সাকিব আল হাসানকে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে খুলনা চুক্তির কাজ এগিয়ে রেখেছে মুশফিকুর রহিমের সাথে এবং ঢাকা স্টার্স চুক্তি সম্পন্ন করে ফেলেছে সৌম্য সরকারের সাথে। তবে ঢাকা কোনো বিদেশি ক্রিকেটারের সাথে এখন পর্যন্ত চুক্তি সম্পন্ন করেনি। অন্যদিকে গুঞ্জন রয়েছে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিতে পারে চট্টগ্রাম চেলেঞ্জার্স।
এবারের বিপিএলে আইকন ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকায় ‘এ’ ক্যাটাগরিই থাকছে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটার হিসেবে। এই ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক নির্ধারন করে দেয়া হয়েছে ৭০ লাখ টাকা।