ক্রিকেট ফ্যাক্টফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল টিম প্রিভিউ – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিপিএল এ তারুণ্য নির্ভর দল করতে চেষ্টা করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চ্যাডউইক ওয়ালটন ,কেনার লুইস ব্যাট হাতে দলের ভয়ঙ্কর হয়ে উঠলে যে কোন দলের জন্যই হুমকি হয়ে যাবেন। আফিফ , শামিম , আকবর ৩ তরুন তুর্কি চেষ্টা করবেন নিজেদের মেলে ধরতে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার এটাই বিশাল সুযোগ।

 
জাকির হোসেন আর সাব্বির চাইবেন ভালো খেলে জাতীয় দলের বিবেচনায় আসতে। মেহেদী হাসান মিরাজ দলের অধিনায়ক । এর আগে ও বিপিএল এ রাজশাহীর অধিনায়ক হয়ে ফাইনালে নিয়ে গিয়েছিলেন দলকে। এবারো চাইবেন ব্যাট, বলে অবদান রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।
 
নাইম ইসলাম ও চাইবেন নিজের দীর্ঘ ঘরোয়া লিগের অভিজ্ঞতা তুলে ধরতে । এনামুল হক জুনিয়র ও নাসুম আহমেদ দুইজন বাঁহাতি স্পিনারই চট্টগ্রাম দলের বড় ভরসা স্পিন বিভাগে । মৃত্যুঞ্জয় চৌধুরী , শরিফুল
ইসলাম দুইজন বাঁহাতি পেসার ও আছে দলে যারা যে কোন দিনে দারুণ স্পেল করে ম্যাচ জিতাতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
 
দলে হয়তো বড় কোন নাম নেই কিন্তু প্রতিটি প্লেয়ার যদি দলের জন্য ছোট ছোট অবদান রাখতে পারে প্লে অফ পেরিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে চট্টগ্রাম।
 
এক নজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, জাকির হাসান এবং বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button