বিপিএল টিম প্রিভিউ : খুলনা টাইগার্স

খুলনার হয়ে আইকন ক্রিকেটার হিসেবে আছেন মুশফিক। গত বিপিএল এ একই ফেঞ্চাইজির দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন । এবার ও লক্ষ্য অভিন্ন। মুশফিক এবার চান ট্রফির স্বাদ নিতে।
তবে সৌম্য সরকার করোনা আক্রান্ত হওয়ায় দলটির অসুবিধায় পড়তে হলো । তবে ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও তানজিদ তামিমকে শেষ দিকে সাইন করিয়ে দলটি তাদের শক্তি বাড়িয়েছে অনেকটা । মুশফিক , ইয়াসির আলি , রনি তালুকদার এর কাছে দলের প্রত্যাশা থাকবে বড় ইনিংস এর।
সেক্কুগে প্রসন্ন ,জাকের আলি ,থিসারা পেরেরা শেষ দিকে ঝড়ো ফিনিশিং দিতে পারবে যদি মিডল অর্ডারে ভালো কিছু ইনিংস উপহার দিতে পারে । শেখ মেহেদির কাছে খুলনা চাইবে ব্যাটে- বলে দুই ভুমিকায় ভালো কিছু। এই ফরম্যাটে কার্যকর হতে পারে মেহেদি । খুলনার তুরুপের তাস বলা যায়। জিম্বাবুয়ের সিকান্দার রাজার কাছে ও একই প্রত্যাশা থাকবে।
দলের বোলিং এ খালেদ আহমেদ ,নাভিন উল হক , কামরুল ইসলাম রাব্বি , ফরহাদ রেজা থাকলে ও বোলিং বিভাগটা দলের জন্য একটা দুর্বলতার জায়গা । বাংলাদেশ এর মাটি স্পিন ফ্রেন্ডলি বলে যে রীতি আছে মনে হচ্ছে না বিপিএল এ এর থেকে আলাদা কিছু হবে কিন্তু খুলনার স্পিন বিভাগ অনভিজ্ঞ। শেখ মেহেদি , নাবিল সামাদ , সেকুগে প্রসন্ন , সিকান্দার রাজা থাকলে ও কোয়ালিটি স্পিন এর ঘাটতি থেকে যাচ্ছে । ফাইনাল পর্যন্ত যেতে খুলনাকে অনেক দুর্গম পথ পাড়ি দিয়েই যেতে হবে। অধিনায়ক শেষ পর্যন্ত টুর্নামেন্ট এ যাওয়ার প্রত্যাশার কথা বললে ও মাঠে শতভাগ দিয়েই লড়তে হবে খুলনাকে