ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং: রুবেল হোসেন

বাংলাদেশ দলের একসময়ের নিয়মিত তারকা ছিলেন পেসার রুবেল হোসেন। দিনদিন বল হাতে নিজের সামর্থ্যের প্রমান দিয়ে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন এই ডানহাতি গতি তারকা। দীর্ঘ একযুগ ধরে দেশের ক্রিকেটের পরিচিত এই মুখ সম্প্রতি দলে জায়গা পাচ্ছেন না নিয়মিত।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা নিয়ে নানা নাটকীয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত একটি ম্যাচের জন্যও তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট।

এদিকে জাতীয় দলে জায়গা না হলেও আসন্ন বিপিএলে রুবেল হোসেনকে বেছে নিয়েছে বিসিবি ঢাকা। একই দলে রয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটারের সাথে খেলার সুযোগ পেয়ে রুবেল নিজেও জানালেন তার এক যুগের ক্রিকেট ক্যারিয়ারের কথাও।

দলে তিন সিনিয়র ক্রিকেটারকে পেয়ে কেমন লাগছে জানাতে গিয়ে রুবেলের ভাষ্য, ‘’কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।‘’

অভিজ্ঞদের সাথে বিপিএলে একই দলে খেলার কারনে মাঠে সিদ্ধান্ত নেয়াটা সহজ হবে বলেও মনে করছেন রুবেল। তিনি বলেন, ‘’সাধারণত তাদের এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফি ভাই আছে; তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে।ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে। তিনজনই সিনিয়র ক্রিকেটার আর অধিনায়ক। তারা দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।‘’

বিপিএলে বল হাতে ভালো করে আবারও জাতীয় দলে জায়গা পাকা করতে চান জানিয়ে রুবেল যোগ করেন, ‘’বিপিএল সব ক্রিকেটারের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং।সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। এখানে ভালো করলে যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভালো হবে। ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব। মাশরাফি ভাই তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলে না, অনেক দিন ধরে খেলার ভেতরে নেই। নতুন বলে আবারও মাশরাফি ভাইয়ের সাথে একসাথে বোলিং করব, ভালো লাগছে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button