ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানালেন ডু প্লেসি

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বিপিএলের অষ্টম আসরে প্রথমবারের মত খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএলে মাঠ মাতাবেন।

শুধু প্লেসিই নয়, দলটিতে রয়েছেন মঈন আলি, ক্যামেরন ডেলপোর্ট, সুনিল নারাইন কিংবা করিম জানাতের মত বিদেশি তারকারা। তাই দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরেও অন্যতম ফেভারিট দলের তালিকায়ও রয়েছে।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে সিলেট সানরাইজার্সের বিপক্ষে আগামীকাল (২২ জানুয়ারি)। সিলেটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ডু প্লেসি এবারের বিপিএলে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়েছেন।

শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, একসময় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অধিনায়কত্বে অভিজ্ঞতাটুকুও দলের জন্য উজার করে দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান এই ব্যাটসম্যান। প্লেসির ভাষ্য ‘’ফ্র্যাঞ্চাইজিরা সবসময়ই সাফল্য চায়। আমার মতো বাকি সব ক্রিকেটাররাও এটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে আমি অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করবো। আর ব্যাটার বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।‘’

গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়ানো প্লেসির মতে বাংলাদেশের কন্ডিশন ভিন্ন হলেও এই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েই ভালো করতে হবে। বাংলাদেশের কন্ডিশনে বিপিএল খেলে অভিজ্ঞতা অর্জন করতে চান বলেও জানান এই ব্যাটসম্যান।

তিনি যোগ করেন, ‘’বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। যদিও আমি বিশ্বের অন্যান্য জায়গায় খেলেছি। এখানে এসে আমাকে কিন্তু অন্য স্কিল কাজে লাগাতে হচ্ছে। ব্যাটসম্যান হিসেবে এখানে অভিজ্ঞতা অর্জন করা আমি সত্যিই পছন্দ করি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button